অতীতকে ছাপিয়ে এই প্রথম সেঞ্চুরি করতে চলেছে মমতার রেড রোড কার্নিভাল : ভিড় সামলাতে বিশেষ পরিষেবা কলকাতা মেট্রোর

কলকাতা, ৫ অক্টোবর :শেষ হয়েও হইল না শেষ ! দশমীর দিন প্রথা ও রীতি অনুযায়ী উমা মা কে বরণ করে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমেই ঘটে মহা পূজার মহা সমাপ্তি। কিন্তু শারদ উৎসবের রেশ কাটলো কি ?অবশ্যই না ! এর পিছনে কারণ অবশ্যই সারা বিশ্বে সমাদৃত ও প্রসংশিত কলকাতার রেড রোড পূজা কার্নিভাল।

আজ ৫ অক্টোবর,রবিবার ২০২৫ সালের দূর্গা পূজো কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে মহা সমারোহে।এই কার্নিভাল আক্ষরিক অর্থেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিস্কপ্রসূত। ২০১৬ সালে প্রথম বার মুখ্যমন্ত্রী মমতার উদ্যোগেই শুরু হয় এই কার্নিভাল । তারপর থেকে বছর বছর বিশেষ এই কর্মসূচি রাজ্য সরকার নিজ দায়িত্বে পালন করে আসছে। শহর কলকাতা ও শহরতলির সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেয় । যাদের কলকাতা ও কলকাতার আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সুযোগ হয়নি, তারা এবার রেড রোডের এই পুজো কার্নিভালে এসে সেই সব প্রতিমা দেখার সুযোগ পাবেন।এবছর নবম বর্ষে পা দিচ্ছে মমতার দুর্গাপুজো কার্নিভাল।

কার্নিভালে অংশগ্রহণের জন্য ডাক পাওয়া পুজো উদ্যোক্তারা তৈরি। রবিবার আলোঝলমলে হয়ে প্রাণবন্ত হয়ে উঠবে রেড রোড। সেজে উঠবে অপরূপ কারুকাজে। প্রতিমা সহ বিভিন্ন কারুকার্যে সজ্জিত ট্যাবলোগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা করে এগিয়ে যাবে গঙ্গার ঘাটের দিকে।তারপর বাবুঘাটে হবে বিসর্জন। বস্তুত, কার্নিভালে এ বারই প্রথম ১০০ ছাড়াল অংশগ্রহণকারীর সংখ্যা।সব থেকে বেশি সংখ্যক পুজো কমিটি এ বারের কার্নিভালে অংশ নেবে— ১১৩টি।গত বছর অর্থাৎ ২০২৪ সালে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮৯।প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত এবং জনপ্রিয় তারকাদের উপস্থিত থাকতে দেখা যায় রেড রোডে কার্নিভালে।এবছর এর কোনো ব্যতিক্রম হচ্ছে না।তাছাড়া পুরো অনুষ্ঠানে স্বয়ং মুখ্যমন্ত্রী উপস্থিত থাকেন। এ বার কারা কারা আসবেন, কী কী প্রদর্শন করবেন তাঁরা, তা নিয়ে যথেষ্ট কৌতূহলী কার্নিভাল নিয়ে উৎসাহী মানুষজন।ইতিমধ্যেই শহর থেকে শহরতলিতে এই কার্নিভাল নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম একটি স্বপ্নের উদ্যোগ এই পুজো কার্নিভাল।কয়েক বছর আগে ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো।এর ফলে বিশ্বের দরবারে পৌঁছে গাছে বাংলা ও বাঙালির এই মহোৎসব। রেড রোডের এই কার্ণিভালেও দেশ বিদেশ থেকে বহু বিখ্যাত ব্যক্তিদের আগমন ঘটে এই কার্নিভালে অংশগ্রহণের জন্য।সেই অর্থে মমতা সরকারের নিজস্ব উদ্যোগে আয়োজিত এই কার্নিভাল বাঙালির দুর্গা পূজাকে যে বিশ্বের মানচিত্রে বিশেষ প্রতিষ্ঠা দিয়েছে ,তা বলার অপেক্ষা রাখে না।

বিগত কয়েকবছর ধরে প্রকৃত অর্থেই পুজো কার্নিভাল কলকাতার এক বড় উৎসব। দেশি, বিদেশি অতিথি-সহ হাজার হাজার উৎসাহী জনতা শামিল হন তাতে। দর্শনার্থীদের বিশেষত বাড়ি ফেরার সুবিদার্থে এবার কার্নিভালের রাতে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ব্লু ও গ্রিন লাইনে ওইদিন বেশি রাত পর্যন্ত মেট্রো পাওয়া যাবে।দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ-হাওড়া ময়দান রুটে আপ ও ডাউনে মোট ৬টি বাড়তি মেট্রো চালানো হবে। ২০ মিনিট অন্তর মিলবে সেই পরিষেবা ।পুজোয় দুর্দান্ত পরিষেবা দেওয়ার পর মেট্রোর এই ঘোষণায় স্বভাবতই যথেষ্ট খুশি আমজনতা।

একনজরে কোন রুটে কখন মেট্রো –

রাত ১০.০৩, রাত ১০.২৩ ও রাত ১০.৪৩এ ।

রাত ৯.৫৩, রাত ১০.১৩, রাত ১০.৩৩এ ।

রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টা।

রাত ১০.২০, রাত ১০.৪০ ও রাত ১১টা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *