অবশেষে স্বপ্ন পূরণ ক্রিকেট বীরাঙ্গনাদের : প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে বিশ্বসেরা ভারতকন্যারা

কলকাতা, ৩ নভেম্বর :অবশেষে ক্রিকেট জগৎসভায় শ্রেষ্ঠ আসন পেলেন ভারতের বীরাঙ্গনারা। শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকাকে রুধ্বশ্বাস ম্যাচে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারতের মহিলা ক্রিকেট দল।

ফাইনালের আগে ভারতকে চুপ করার হুঁশিয়ারি দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা উলভার্ট। কিন্তু তাঁদেরকেই চুপ করিয়ে দিলেন দীপ্তি শর্মারা। ২০০৫, ২০১৭ সালে বিশ্বকাপ ফাইনালে উঠেও হারতে হয়েছিল ভারতের মেয়েদের। মোট ১১টা বিশ্বকাপ খেললেও একটাও জেতা হয়নি। এ বার সেই খরা কাটল। নভি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন প্রোটিয়া ক্যাপ্টেন লরা উলভার্ট। প্রথম ব্যাট করতে নেমে ভারতের মেয়েরা শুরুটা দুর্দান্ত ভাবে করে । চোটের কারণে ওপেনার প্রতিকা রাওয়ালের জায়গায় নেওয়া হয়েছিল শেফালী ভার্মাকে।খেলার শুরু থেকেই বেশি আক্রমণাত্মক ছিলেন শেফালী। ১৮ ওভার এর মধ্যে ১০০ রান করে ফেলেন দুই ওপেনার স্মৃতি ও শেফালী। এদিন ম্যাচের অন্যতম নায়ক শেফালী ভার্মা ৭৮ বলে ৮৭ রান করেন। অপরদিকে ৪৫ রানেই এদিন ফিরে যেতে হয় স্মৃতিকে। আগের ম্যাচে দলের জোড়া তারকা জেমাইমা ও হরমনপ্রীত এদিন বড় রান করতে পারেননি। এদিন ম্যাচে জেমাইমা করেন ২৪ রান এবং হরমনপ্রীত থেমে যান ২০ তে। দলের অপৰ নির্ভরযোগ্য অলরাউন্ডার দীপ্তি শর্মা করেন ৫৮ বলে ৫৮ রান । যদিও শেষ ২০ ওভারে রানের গতি অনেকটাই শিথিল হয়ে পড়ে ভারতের , না হলে ৩০০-র গণ্ডি পার হয়ে যেত ভারতের। অবশেষে ৫০ ওভার ৭ উইকেটে ২৯৮ রান করে ভারত।

২৯৯ রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার ওপেনিং জুটি ৫১ রান করে।অনিকে বস খাতা খুলতে পারেননি। সুন লুস ৩১ বলে ২৫ রানের ইনিংস খেলেন। মারিজ়ানা কাপ চার রান করে আউট হন। শিনালো জাফটা ২৯ বলে ১৬ রানে ফেরেন। লরা উলভার্ট শেষ পর্যন্ত টিকে থাকেন। এক প্রান্ত থেকে যখন একের পর এক উইকেট পড়তে থাকে সেই সময় এক প্রান্ত সামলান অধিনায়ক লরা উলভার্ট।তিনি অধিনায়কোচিত ১০১ রানের ইনিংস খেলে আউট হন।গুরুত্বপূর্ণ সময়ে তাঁকে ফেরান দীপ্তি শর্মা। দুর্দান্ত ক্যাচ নেন আমনজোৎ কৌর। এই উইকেটটাই ছিল ফাইনাল ম্যাচের টার্নিং পয়েন্ট । প্রায় হারতে বসা ম্যাচ বের করে আনেন এই মুহূর্তে বিশ্বের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম দীপ্তি শর্মা।তিনি একাই ৩৯ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন এদিন ।তিনিই প্রথম খেলোয়াড় যিনি বিশ্বকাপের ফাইনালে ৫ উইকেট নিলেন।অপরদিকে দুর্দান্ত ব্যাটিংয়ের পর বল হাতে তুলে ২ উইকেট নেন শেফালী।এদিন ম্যাচের সেরা নির্বাচিত হন শেফালী ভার্মা এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন দীপ্তি শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *