যুগবীক্ষণ নিউজ ব্যুরো ( Dial – 7604097600 ; Whatsap-7365021506)
কলকাতা , ২৯ জানুয়ারী : মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনা মৌনি অমাবস্যায়। । মৌনি অমাবস্যা উপলক্ষে পবিত্র স্নান শুরুর আগে প্রচন্ড হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ৩০ জনের।স্নানের জন্য হুড়োহুড়িতে ব্যারিকেড ভেঙে এই ভয়ঙ্কর দুর্ঘটনা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী , মৃতদের মধ্যে এখনও পর্যন্ত ২৫ জনকে চিহ্নিত করা গেলেও ৫ জনকে করা যায়নি।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শতাধিক পুণ্যার্থী।আহতদের গ্রিন করিডর করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।উদ্বিগ্ন আত্মীয় পরিজনেরা প্রিয়জনের খবর জানতে হাসপাতালের সামনে ভিড় করেন। মর্গের সামনেও জড়ো হন অনেকে।এককথায় মহাকুম্ভের পবিত্র মেলা প্রাঙ্গণে বর্তমানে প্রিয়জন হারানোর হাহাকার ।

গতকাল মাঝরাত থেকেই মহাকুম্ভের নানা ঘাটে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা ভিড় জমিয়েছিলেন। শাহি স্নানের কথা ছিল ভোর ৫টায়।প্রতক্ষদর্শীদের বয়ান অনুযায়ী প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী ঘটনাটি ঘটে আনুমানিক রাত ২ টো নাগাদ । সঙ্গমের কাছে আখাড়া মার্গে সাধুদের তাঁবুর জন্য যে ৪ হাজার হেক্টর জমি তার কাছেই দুর্ঘটনা ঘটে । ব্যারিকেড ভেঙে যায় প্রচন্ড হুড়োহুড়ির চাপে । অবস্থা বেগতিক দেখে অনেকে দৌড়তে শুরু করায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।স্বাভাবিকভাবেই শুরু হয় তুমুল ধাক্কাধাক্কি এবং চূড়ান্ত বিশৃঙ্খলা। হুড়োহুড়িতে পড়ে গিয়ে বহু মানুষ আহত হন।মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, “রাত ১টা থেকে ২টোর মধ্যে ঘটনাটি ঘটেছে। পদপিষ্ট হয়ে ৩০ জন প্রাণ হারিয়েছেন। ২৫ জনকে শনাক্ত করা হয়েছে। বাকি ৫ জনের শনাক্তকরণের কাজ চলছে।”
এই দুর্ঘটনার জেরে দেরিতে শুরু হয় পুণ্যস্নান। দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের আগে স্নানের ব্যবস্থা করে দেওয়া হয় এবং শাহি স্নানের শোভাযাত্রা বন্ধ রাখা হয়। এদিকে, দুর্ঘটনার পরেই প্রয়াগরাজের সমস্ত হাসপাতালে হাই অ্যালার্ট জারি হয়েছে এবং প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুল্যান্সও । পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার কাজে নেমেছে , , এনডিআরএফ ,এনএসজি কমান্ডোরা। ভিড় সামাল দিতে বহু কুম্ভগামী স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে ।
এদিকে এই ঘটনায় উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। দুর্ঘটনার পর একাধিকবার তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন ।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -ও খোঁজ খবর নিয়েছেন হতাহতদের । সকালে যোগী আদিত্যনাথের বাড়িতে বৈঠকে বসেন উত্তরপ্রদেশের মুখ্যসচিব, ডিজিপি, এডিজি আইন শৃঙ্খলা, স্বরাষ্ট্র দফতরের প্রধান সচিব-সহ প্রশাসনিক আধিকারিকরা।এদিকে উত্তরপ্রদেশ প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে ভিড় সামলাতে কোথায় ত্রুটি ছিল , দোষী আধিকারিকদের চিহ্নিত করে তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ।এই আবহে বিভিন্ন রাজনৈতিক ও নেটিজেন মহলে
প্রশ্ন উঠছে এই ঘটনার দায় কার ? মহাকুম্ভের পুণ্যস্নানের জন্য দেশজুড়ে এবার প্রচার ছিল তুঙ্গে। তাই স্বাভাবিকভাবে প্রচুর জনসমাগম হওয়ারই ছিল।তথ্য অনুযায়ী প্রায় ১০ কোটি পুণ্যার্থী ভিড় জমিয়েছিলেন মৌনি অমাবস্যার পুন্য লগ্নে পবিত্র স্নানের জন্য। যোগী আদিত্যনাথ এর প্রশাসনের সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত ছিল। কিন্তু কতটা প্রস্তুত ছিল প্রশাসন ? প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক মহল সহ নেটিজেনদের মধ্যেও। আঙ্গুল উঠছে যোগী আদিত্যনাথের নেতৃত্বে মেলা ও স্নানের সার্বিক ব্যবস্থাপনা নিয়েও।