যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক ( Dial : 7604097600 Whatsapp : 7365021506 )
কলকাতা, ১৬ মার্চ
ফুরফুরা সফরে মমতা

- কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছিলেন ভাঙ্গরের এস আই এফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, প্রায় কুড়ি মিনিটের কাছাকাছি চলে বৈঠক । আগামীকাল অর্থাৎ সোমবার ফুরফুরা সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ক্ষমতায় আসার পরে থেকে এই নিয়ে তিনবার ফুরফুরা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
পুরীর জগন্নাথ ধামে প্রসাদ গ্রহন এবার সহজেই !

বড় ঘোষণা পুরীর মন্দির কর্তৃপক্ষের ! মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করতে বিশেষ বিশেষ তিথিগুলিতে ভিড় জমে পুরীর মন্দিরে , ভক্তদের সুষ্ঠুভাবে প্রসাদ গ্রহণের জন্য তৈরি করা হচ্ছে একটি পৃথক ভোগ গ্ৰহনের জায়গা। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর এই জায়গাটির নাম দেওয়া হবে ‘অন্নক্ষেএ’ ।
স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্রের প্রস্তাবে সাড়া রাজ্যের!

কেন্দ্রের প্রস্তাবে সম্মতি রাজ্যের। উন্নত স্বাস্থ্য পরিকাঠামোর জন্য বাংলায় গড়ে উঠতে চলেছে চারটি নতুন ইএসআই হাসপাতাল প্রত্যেকটি হাসপাতালে থাকবে ১০০ টি বেড। মোট ৬৮ টি নতুন হাসপাতাল গড়ে তোলা হবে এর মধ্যে চারটি হবে বাংলায় ।যে স্থানগুলিতে চারটি হাসপাতাল গড়ে উঠবে সেগুলি হল : উত্তর ২৪ পরগনা , দার্জিলিং, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে নির্মিত হবে ইএসআই হাসপাতাল।