আগুন পাখি কেমন আছেন? ‘ভাই’কে হাসপাতালে দেখতে গেলেন মমতা

কলকাতা, ১০ ডিসেম্বর: তিনি আগুন পাখি ! সমাজের তথাকথিত প্রচলিত শোষণ, নৈরাজ্য,সমাজের ঘুনে ধরা গতানুগতিক প্রটোকল ইত্যাদির বিরুদ্ধে শৈল্পিক জেহাদের জনপ্রিয়তম আইকন বলা যায় বৈকি !হ্যা , কথা হচ্ছে গায়ক নচিকেতা চক্রবর্তীকে নিয়ে।সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গায়ক নচিকেতা । কেমন আছেন এখন তিনি? কেমন চলছে তার চিকিৎসা?
প্রসঙ্গত উল্লেখ্য,গত শনিবার হঠাৎ হৃদযন্ত্রে অস্বস্তি অনুভব হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হন নচিকেতা। সেদিন থেকেই চলছে চিকিৎসা, বসেছে দুটি স্টেন্টও।
সূত্রের খবর, মঙ্গলবার, বেলা প্রায় সাড়ে তিনটে নাগাদ গায়ককে দেখতে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে গায়কের চিকিৎসার ব্যাপারে সবিস্তার জানতে চান মুখ্যমন্ত্রী এবং তার বর্তমান শারীরিক অবস্থার কথাও জানেন তিনি। জানা যাচ্ছে, প্রায় ১৫ মিনিট হাসপাতালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। নচিকেতা কে ‘ ভাই ‘ বলে সম্বোধন করে কিঞ্চিৎ শাসনও করেন তিনি এবং শরীরের যত্ন নেওয়ার উপদেশ দেন।
হাসপাতালের তরফে জানা যাচ্ছে, দুটি স্টেন্ট বসানোয় বেশ দ্রুত অবস্থার উন্নতি হচ্ছে নচিকেতার। তিনি সকলের সঙ্গে কথা বলছেন , পছন্দের বই পড়ছেন, ফিরে আসছেন স্বাভাবিক ছন্দে। ইতিমধ্যেই তাঁকে জেনারেল বেড এ স্থানান্তরিত করা হয়েছে। স্বাভাবিক ভাবে খাওয়াদাওয়াও করতে পারছেন। যতই অসুস্থতা থাকুক, শিল্পীর মন পড়ে আছে তার শিল্পের মঞ্চেই। তাই একটু সুস্থ বোধ করতেই তিনি ফিরতে চেয়েছেন তার মঞ্চানুষ্ঠানে। কিন্তু এখনই তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না। আপাতত থাকবেন চিকিৎসকদের পর্যবেক্ষণে। জানা যাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত হাসপাতালে থাকতে হবে গায়ককে। তার শারীরিক অবস্থা বুঝে চিকিৎসকরা তাঁকে ছাড়ার সিদ্ধান্ত নেবেন।
যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক
কলকাতা, ১০ ডিসেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *