উচ্চ মাধ্যমিকে পরীক্ষার নিয়মে বড় বদল ! চাইলেও পাওয়া যাবে না অতিরিক্ত কাগজ, উত্তর দিতে হবে নির্দিষ্ট খাতায় !

কলকাতা,৩ ডিসেম্বর : উচ্চমাধ্যমিকে চাইলেও আর অতিরিক্ত কাগজ পাওয়া যাবে না, উত্তর দিতে হবে নির্দিষ্ট খাতায়। শিক্ষা সংসদ তরফে জানানো হয়েছে, অতিরিক্ত পাতা সেলাই হয় না অনেক সময় , আশঙ্কা থাকে পাতা ছিড়ে পড়ে যাওয়ার, এরফলে অনেক সময়ই সঠিক মূল্যায়ন করা যায় না। কার্যত এই সমস্যা সমাধানেই লুস শিট বা অতিরিক্ত কাগজের ক্ষেত্রে এই পরিবর্তন করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা। বদল আসতে চলেছে উত্তরপত্রে।

এতদিন পর্যন্ত প্রত্যেক পরীক্ষার্থীকে ৮ পাতার উত্তরপত্র দেওয়া হত। সেখানে মোট ১৬ টি পৃষ্ঠায় তারা উত্তর লিখতে পারতো, এবং অতিরিক্ত পাতার প্রয়োজন হলে তা পরীক্ষা কেন্দ্র থেকেই দিয়ে দেওয়া হতো। কিন্তু ২০২৬ উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টার থেকে এবার বদলাচ্ছে নিয়ম। এবার থেকে ১৬ পাতার বদলে ১২ পাতার উত্তরপত্র প্রথমেই দেওয়া হবে পরীক্ষার্থীকে। ২০২৬ উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতির পাশাপাশি পুরনো পদ্ধতিতেও পরীক্ষা হবে, সেখানে পুরনো বছরের ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় বসবে তাদের পুরনো পদ্ধতিতেই খাতা দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা সাংসদ।

চলতি বছর থেকে উচ্চমাধ্যমিকে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে। এক্ষেত্রে যে সমস্ত বিষয়ে প্রাক্টিক্যাল আছে সেই বিষয়ে লিখিত পরীক্ষা হবে ৩৫ নম্বরের। অন্য বিষয়গুলির ক্ষেত্রে পরীক্ষা হবে ৪০ নম্বরের। এক্ষেত্রে মোট ২৪ টি পৃষ্ঠায় উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের। এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সাংসদের দাবি , এর থেকে বেশি পৃষ্ঠার প্রয়োজন হবে না। অতিরিক্ত পাতা অনেক সময়ই সেলাই হয় না, ফলে আশঙ্কা থেকে যায় ছিড়ে পড়ে যাওয়ার।●

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *