উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে স্মরণে বরণে মহানায়ক

প্রদীপ জ্বালিয়ে উত্তম স্মরণ অনুষ্ঠানের শুভ সূচনা — ভিডিও দেবপ্রিয়া সরকার

নিজস্ব সংবাদদাতা : ‘আই উইল গো টু দ্য টপ, দ্য টপ, দ্য টপ’–হ্যা, এই প্রতিজ্ঞা তিনি অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করতে পেরেছিলেন তাঁর জগতে- তিনি অরুন কুমার চট্টোপাধ্যায়- আপামর বাঙালির চিরনায়ক উত্তমকুমার। ”ফ্লপমাস্টার জেনারেল” থেকে ”মহানায়ক” -তার অভিনয় জীবনের উত্তরণের কাহিনী রূপকথার গল্পকেও হার মানায়। আজও সেই সৌম্যকান্তি ৫ ফুট ১০ ইঞ্চি দেহের ছায়াটা কত দীর্ঘ, সুস্পষ্ট, অমলিন। মহানায়ক রূপে বাঙালির মননে, চিন্তনে , স্মরণে এক অবস্থস্মরণীয় অধ্যায় হয়ে তিনি থেকে যাবেন চিরকাল। কিছুটা যেন” শেষ হয়েও হইল না শেষ ” এর মত আপামর চলচ্চিত্র প্রেমী বাঙালির আবেগপ্রবণ মন সর্বদা থেকে যাবে উত্তমময়।

এবছর মহানায়কের ৪৪ তম প্রয়াণ দিবস উপলক্ষে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে ও পরিচালনায় গত ২৪ জুলাই, বুধবার তাঁর অভিনীত ছবির গানে গানে উত্তম মঞ্চে আয়োজিত হল এক মনোজ্ঞ সান্ধ্যকালীন উত্তম স্মরণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট সংগীত শিল্পী কল্যাণ সেন বরাট, সুজয় ভৌমিক, অমিত বোস, মেমোরিয়াল কালচারাল কমিটির সাধারণ সম্পাদক তন্ময় কর প্রমুখ ব্যক্তিবর্গ। মহানায়ক অভিনীত বাংলা ছায়াছবির বিভিন্ন অবিস্মরণীয় দৃশ্য দর্শকদের সামনে তুলে ধরার সাথে সাথে সেই সময়ের জনপ্রিয় গানগুলি পরিবেশন করেন মঞ্চে উপস্থিত বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা।এই অনুষ্ঠানে যে সমস্ত সংগীত শিল্পীরা তাদের অপূর্ব গায়কীর মাধ্যমে দর্শকদের মহানায়ক স্মরণে আবেগতাড়িত করে তোলেন, তারা হলেন স্বাগতালল্পী দাশগুপ্ত,পৌষালী ব্যানার্জি বাবুল সুপ্রিয়, জয়তি চক্রবর্তী, সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী, মনোময় ভট্টাচার, লোপামুদ্রা মিত্র, সুজয় ভৌমিক, গুরজিৎ সিং, গৌরব সরকার, অরিত্র দাশগুপ্ত, শীর্ষপ্রিয়া ব্যানার্জি প্রমুখ।

উত্তম স্মরণ সন্ধ্যায় মঞ্চে দেবাশীষ কুমার ও কার্তিক বন্দোপাধ্যায় — ছবি : সায়রনীল ঘোষ

এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার, জয় হিন্দ বাহিনীর রাজ্য সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী কার্তিক ব্যানার্জি, খ্যাতনামা অভিনেত্রী লিলি চক্রবর্তী, বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ দেবলীনা কুমার , সংগীত শিল্পী, কল্যাণ সেন বরাট, জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য্য ,অভিনেত্রী তৃণা সাহা সহ বিশিষ্ট ব্যক্তিত্ব। অনুষ্ঠানে আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে উত্তম কুমার স্মারক সম্মান প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়। এদিনের মহানায়ক উত্তম কুমারের স্মরণ অনুষ্ঠানকে ঘিেরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন কৌশিক দাশগুপ্ত এবং মৌমিতা চট্টোপাধ্যায় ।সবমিলিয়ে উত্তম মঞ্চের এদিনের স্মরণে বরণে মহানায়ক অনুষ্ঠান এক অতি উত্তম সুরসন্ধ্যায় পরিণত হয়েছিল বৈকি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *