যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
কলকাতা, ১৮ মে : উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে ভারতবন্দনায় জীবনের জন্য জীবন দান -উদ্যোগে ও পরিচালনায় বিজেপি নেতা সজল ঘোষ যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক কলকাতা, ১৮ মে : রক্তে গড়া জীবন মোদের রক্তে গড়া প্রাণ, জীবন বাঁচাবো রক্ত দিয়ে , করব রক্তদান,

মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য।একটি জীবনই পারে আরেকটি জীবন বাঁচাতে। হ্যা , রক্তদান।রক্তদানের মাধ্যমে জীবন দান করা যায় ,জীবন সংকটের মুখে দাঁড়িয়ে মুমূর্ষুকে জীবন উপহার দেওয়ার আরেক নাম রক্তদান। তাই প্রতিটি রক্তের ফোটায় থাকে নতুন জীবনের অঙ্গীকার।তবে আশ্চর্যের কথা বর্তমান হাইটেক যুগে দাড়িয়েও রক্ত তৈরীর কোনও বিকল্প পদ্ধতি কিন্তু আবিষ্কৃত হয়নি।তাই রক্তের তীব্র আকাল মেটাতে একমাত্র ভরসা রক্তদান শিবির।
সারা বছর জুড়ে রাজ্য তথা দেশব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমরা রক্তদান শিবিরের আয়োজন দেখে থাকি। কিন্তু ভারতমাতার জন্য রক্তদান,দেশবাসীর জন্য রক্তদান -এই আঙ্গিক কিন্তু বড় একটা দেখা যায় না।সেটাই করে দেখাল উত্তর কলকাতার বিখ্যাত দুর্গা পূজার আয়োজনকারী ক্লাব সন্তোষ মিত্র স্কোয়ার। স্থানীয় কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা বঙ্গ বিজেপির জনপ্রিয় নেতা ও সংগঠক সজল ঘোষের উদ্যোগে ও পরিচালনায় ভারতমাতার প্রতি শ্রদ্ধা অর্পণ করে আজ এখানে আয়োজিত হল এক বৈকালিক রক্তদান শিবির।

আমরা সকলেই জানি যে সারা বছর ব্যাপীই গোটা দেশ তথা রাজ্য জুড়ে দেখা যায় রক্তের তীব্র সংকট। এই সংকট তীব্রতম হয় গরমকালে। তাই চারিদিকে যখন রক্তক্ষয়ী যুদ্ধের ভয়ঙ্কর ভ্রুকুটি সেই আবহেই রক্তদিয়ে জীবন বাঁচানোর অঙ্গীকার। এদিনের এই রক্তদানকে উৎসবে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপির লড়াকু নেত্রী অগ্নিমিত্রা পাল, বাংলা
সিনেমার খ্যাতনামা অভিনেতা তথা বঙ্গ বিজেপির অতি পরিচিত জনপ্রিয় মুখ রুদ্রনীল ঘোষ, বাংলা থিয়েটার ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী এবং বঙ্গ বিজেপির অতি পরিচিত মুখ পাপিয়া অধিকারী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিনের এই মহতী রক্তদান উৎসবে নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৬০০ জন মানুষ তাদের মহামূল্যবান রক্তদান করেন।এদিনের এই সুবিশাল রক্তদান শিবিরে সমাজের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মত।