এই ফলের থেকে ফলের বীজ অনেক বেশি উপকারী ! মারক রোগে মহা ঔষধের কাজ করে ! আপনি ফেলে দেন না তো ?

কমবেশি আমাদের সকলেরই পছন্দের ফলের তালিকায় থাকে জাম। এই জামের বীজেই লুকিয়ে রয়েছে একাধিক গুনাগুন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমাদের শরীরে এই বীজের উপকারিতা গুলি – প্রথমত জামের বীজে জাম্বোলাইন ও জাম্বোসাইন নামক পদার্থ উপস্থিত থাকে যা আমাদের শরীরে রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে।

প্রথমেই বীজ টিকে ২- ৩ দিন পর্যন্ত শুকনো করতে হবে। এরপর বীজের গা থেকে শুকনো খোলা গুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে এরপর বীজ গুলিকে কোন কিছু সাহায্যে পিষে নিলেই তৈরি এই গুঁড়ো। রোজ একগ্লাস জলের সঙ্গে এক চামচ করে খেলেই মিলবে ম্যাজিকের মতন উপকার।
তাহলে আর দেরী কেন ? শুরু হয়ে যাক এই মহৌষধির ব্যবহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *