যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো : বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া।চাল থেকে ডাল আলু থেকে আনাজ,প্রতিটি জিনিসের দামই প্রায় প্রতিদিনই বাড়ছে। এমত অবস্থায় সাধারণ মানুষের পক্ষে জীবিকা নির্বাহ করা দুর্বিষহ হয়ে উঠেছে।দ্রব্যমূল্য বৃদ্ধির যে সকল প্রধান কারণ তার মধ্যে অন্যতম হলো ট্রাক পরিবহন জনিত সমস্যা। এই সমস্যার পিছনে রয়েছে বিভিন্ন স্তরের দুর্নীতি। এর সঙ্গে প্রশাসনও জড়িত বলা বাহুল্য।এই পরিপ্রেক্ষিতেই একগুচ্ছ দাবী ও প্রতিবাদকে সামনে রেখে ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটরস অ্যাসোসিয়েশন এর উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হলো একটি সাংবাদিক সম্মেলন।

এই সম্মেলন থেকে যে দাবী গুলি উঠে এসেছে সেগুলি হলো Overloading বন্ধ করা,ডাক পার্টি,পুলিশ ও সিভিক পুলিশ দ্বারা নির্যাতন ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ, মাল বহনকারী গাড়ি উপর বেআইনি টাকা নেওয়া বন্ধ করা ,MVI পার্সোনেল এবং MVI Office এর দ্বারা যেখানে সেখানে হয়রানি প্রতিরোধ করা ,মাল বহনকারী গাড়ি গুলির ১৫ বছরের পরিবর্তে ২০ বছরের চলাচল অনুমোদন করা এবং BLRO দ্বারা হয়রানি প্রতিরোধ এবং বেআইনি বালি খাদানগুলি খুঁজে বার করা
এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ফেডারেশন এর সাধারণ সম্পাদক সজল ঘোষ ,হুগলি ইউনাইটেড ট্রাক অপারেটারস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রবীর চ্যাটার্জি , বীরভূম ট্রাক এন্ড টিপার ওনার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক আনাস আহমেদ ,মালদা মাল্টি এক্সেল ট্রাক অপারেটারস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক সৌম্য বোস ,দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট ট্রাক অপারেটারস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক বাপ্পা সাহা, বীরভূম ট্রাক এন্ড টিপ্পার ওনার্স এসোসিয়েশন এর সভাপতি মহম্মদ আমসুচ জোহা প্রমুখ।
এই সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সজল ঘোষ,আনাস আহমেদ ,প্রবীর চ্যাটার্জী সহ বিশিষ্ট নেতা – নেতৃবৃন্দ ,,,তারা তাদের বক্তব্যে স্পষ্ট জানিয়ে দেন যে বর্তমানে তারা ভীষণই অসুবিধার মধ্যে রয়েছেন এবং তাদের সকল দাবী গুলি যদি ১৫ দিন থেকে ১মাস এর মধ্যে পূরণ না হয় তাহলে তাদের প্রতিবাদ ভয়ঙ্কর রূপ নেবে।প্রয়োজনে ডাকা হবে টানা ৭২ ঘণ্টার ধর্মঘটও ।