ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে মশাল মিছিল ও প্রতিবাদী জনসভা

আরজিকর পৈশাচিক ঘটনার দোষীদের উপযুক্ত শাস্তির দাবীতে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে মশাল মিছিল

যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (tistamondal4tista@gmail.com)

গত ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর খুন ও ধর্ষণ পৈশাচিক ঘটনার ১০০ দিন অতিক্রান্ত।এখনো মূল চক্রান্তকারীরা অধরা ।

দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই ১৪ অগাস্ট তদন্তভার নিলেও তাদের তদন্তের গতি প্রকৃতি কখনোই সন্তোষজনক নয়… সম্প্রতি তারা যে চার্জশীট দিয়েছে সেখানেও বিস্তর অসঙ্গতি বলে অভিযোগ শোনা যাচ্ছে । মহামান্য সুপ্রিম কোর্ট এর ভূমিকাও সাধারণ জনগণ এর কাছে সন্তোষজনক নয় আদৌ।

চিকিৎসক খুন ও ধর্ষণের মূল চক্রান্তকারীদের চিহ্নিত করে কঠোরতম শাস্তির দাবিতে নারী পুরুষ নির্বিশেষে রাজ্য জুড়ে চলেছে রাত্দখল করে অভূতপূর্ব প্রতিবাদী আন্দোলন যার আগুন রাজ্যের বাইরেও ছড়িয়েছে বৈকি। … ইতিমধ্যেই জুনিয়র ডাক্তাররা রাজ্যের গোটা চিকিৎসা ব্যবস্থা ও প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ত্রুটি ও দুর্নীতি রুখতে তাদের দশ দফা দাবি জানিয়েছে ,,, এক্ষেত্রে সরকার অধিকাংশ দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও সেখানেও সদিচ্ছার অভাব যথেষ্ট বলেই অভিযোগ জুনিয়র ডাক্তারদের,,,

ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে প্রতিবাদী জনসভা

এমত পরিস্থিতিতে আজ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর ডাকে শ্যাম বাজার পাঁচ মাথার মোড়ে মশাল মিছিল করে প্রতিবাদী জমায়েত ও জনসভার আয়োজন করা হয়েছিল। ..এই জনসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান প্রমান করে যে আর জি কর এর মর্মান্তিক ও নৃশংস ঘটনার প্রতিবাদের তীব্র আগুন বিগত ১০০ দিনে একটুকু স্তিমিত হয় নি।

তবে প্রশ্ন এখন একটাই ,,, আর কত দিন ? কবে এই নারকীয় ঘটনার প্রকৃত দোষীরা ধরা পরবে ? বা আদৌ ধরা পরবে তো ? উপযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো ? সময়ই সব কিছুর উত্তর দেবে। তবে আর জি কর এর ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই , সুপ্রিম কোর্টের ভূমিকায় অনেকেই কিন্তু আশাহত হচ্ছেন,বলা বাহুল্য ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *