ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর উদ্যোগে আর জি কর হাসপাতালে অঙ্গীকার সমাবেশ : ক্রাই অব দ্য আওয়ার মূর্তির নিকটে সুবিচারের দাবিতে সোচ্চার সাধারণ মানুষ

কলকাতা ১০ ফেব্রুয়ারী : অভয়া –আর জি কর এ ধর্ষিতা হয়ে খুন হয়ে যাওয়া তরুণী চিকিৎসক।গতকাল ৯ ফেব্রুয়ারী ছিল তাঁর ৩২তম জন্মদিন।এদিন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে আরজি কর মেডিকেল কলেজে অভয়ার স্মরণে প্রতিষ্ঠিত ‘ ক্রাই অব দ্য আওয়ার ‘ আবক্ষ মূর্তির সামনে অনুষ্ঠিত হল অঙ্গীকার সমাবেশ । সাধারণ মানুষের মধ্যে অভয়ার প্রতি হওয়া চরম অন্যায়ের সুবিচারের দাবিতে স্বাধীনতার মধ্যরাত থেকে শুরু হওয়া সেই দ্রোহ আগুন যে এখনো জ্বলন্ত অবস্থাতেই আছে তার অঙ্গ হিসেবেই এদিনের এই অঙ্গীকার সমাবেশ।এখনও যে নিভে যায়নি তার অঙ্গ হিসেবেই এই প্রতিবাদ কর্মসূচি। প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত বছর মহালয়ার দিন অভয়ার স্মরণে আরজি কর হাসপাতাল প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয়েছিল এই প্রতীকী আবক্ষ মূর্তিটি।

ফিরে যাওয়া যাক সাম্প্রতিক অতীতে। ৯ আগষ্ট অর্থাৎ ২০২৪।এক নির্মম বর্বরোচিত পৈশাচিক ঘটনা ঘটে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে। কর্মরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার মত নির্মম ঘটনা। এই পৈশাচিক ঘটনার সুবিচার চেয়ে শহর থেকে গ্রামে নারী-পুরুষ নির্বিশেষে প্রতিবাদ আন্দোলনে নামেন সমাজের সর্বস্তরের মানুষ।উত্তাল হয়ে ওঠে রাজ্য তথা গোটা দেশ। গোটা রাজ্যবাসী সাক্ষী থেকেছে ‘রাত দখল’ এর মতো এক অভূতপূর্ব আন্দোলনের। কলকাতার রাজপথ থেকে শুরু করে গ্রাম গঞ্জের অলিগলি — সর্বস্তরে দ্রোহের আগুন ছড়িয়ে পড়ার সেই দৃশ্য আমরা সকলেই দেখেছি। পাশাপাশি জুনিয়র ডাক্তাররাও ফ্রন্ট গঠন করে চিকিৎসা ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দিয়ে এই আন্দোলনকে ভিন্ন মাত্রা দেন ।

আদালতের নির্দেশে ১৪ ই আগষ্ট সিবিআই আর জি কর কাণ্ডের দায়ভার গ্রহণ করে , এরপর থেকে আরজি করে ঘটে একাধিক দুর্নীতি ক্রমশ উঠে আসতে থাকে জনসমক্ষে।ধর্ষণ ও খুন কেন্দ্রিক তথ্য প্রমান লোপাট ও ব্যাপক আর্থিক বেনিয়মের অভিযোগে গ্রেফতার হন আর জি কর মেডিকেল কলেজ এর অধ্যক্ষ সন্দীপ ঘোষ।গ্রেফতার হন তালা থানার ওসি অভিজিৎ মন্ডল।অতঃপর অভয়া কাণ্ডের তদন্তের গতি বিভিন্ন খাতে প্রবাহিত হয়।সম্প্রতি সিবিআই এর চার্জশীট এর উপর ভিত্তি করে শিয়ালদহ নিম্ন আদালত আরজি কর কান্ডে মূল অপরাধী সঞ্জয় রায় কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছে। কিন্তু ,বলা বাহুল্য এই শাস্তিবিধান অভয়ার মা বাবা সহ সাধারণ মানুষকে আদৌ খুশি করতে পারে নি ।সকলেরই দাবি তাদের মতে প্রকৃত দোষীর চরমতম শাস্তি ।

অংকের কি অভূতপূর্ব সমাপতন। ঠিক ৬ মাস আগে আগষ্টের এই ৯ তারিখেই অভয়াকে ধর্ষণ করে খুন করার মত পৈশাচিক ঘটনাটি ঘটেছিল। অভয়া ফুল ভীষণ ভালোবাসতেন। তার জন্মদিনে জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অভয়ার স্মরণে নির্মিত আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং ফুল প্রদান করেন। এই জমায়েতে উপস্থিত জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে উপস্থিত ডঃ অনিকেত মাহাতো-র বক্তব্য অনুযায়ী,” ৯ আগষ্ট অভয়ার প্রতি হওয়া বর্বরতার সুবিচারের দাবিতে শুরু হওয়া প্রতিবাদ আন্দোলন যে এখনো শেষ হয়ে যায়নি তার প্রতিচ্ছবি হিসেবেই অভয়ার জন্মদিনে সংগঠিত এই অঙ্গীকার জমায়েত। তিনি আরোও জানান, যতদিন পর্যন্ত প্রকৃত দোষীর চরমতম শাস্তি হচ্ছে। ততদিন পর্যন্ত তাদের এই দ্রোহ আন্দোলন বহাল থাকবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *