যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো রিপোর্ট (Dial : 7604097600) : Last Update 9.30 pm

কলকাতা, ৬ আগস্ট : রবিবার ,৭ আগস্ট নবম ও দশম শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা ।এক ঝলকে দেখে নেওয়া যাক পরীক্ষার সকল গুরুত্বপূর্ণ বিষয় :
মোট পরীক্ষার্থী : ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯
১৪ সেপ্টেম্বর হবে একাদশ–দ্বাদশের পরীক্ষা। সে দিন পরীক্ষায় বসবেন প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী
কী কী নিয়ে প্রবেশ করা যাবে পরীক্ষা কেন্দ্রে ?
শুধুমাত্র অ্যাডমিট কার্ড, সচিত্র পরিচয়পত্র, স্বচ্ছ জলের বোতল এবং স্বচ্ছ পেন।কারও পেন যদি স্বচ্ছ না হয়, সে ক্ষেত্রে তা কোনও ভাবেই নিয়ে প্রবেশ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য একটি করে স্বচ্ছ পেনের ব্যবস্থা করা হয়েছে কমিশনের পক্ষ থেকেই ।
সুরক্ষার কী কী ব্যবস্থা থাকছে ?
SSC র তরফে কড়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে প্রাথমিক একটি সুরক্ষা বলয় থাকবে। প্রশ্নপত্রে থাকছে বিশেষ সিকিউরিটি ফিচার। যদি কোনও ভাবে সুরক্ষা বলয় ভেদ করে কেউ প্রশ্নপত্রের ছবি তুলে তা ফাঁস করতে চায়, সে ক্ষেত্রে কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্রের ছবি তোলা হচ্ছে, তা জানতে পারবে কমিশন। কোনও পরীক্ষার্থী যদি মূল্যবান কোনও জিনিস যেমন সোনার অলংকার বা এই ধরনের কিছু সঙ্গে আনেন সেক্ষেত্রে তা রাখার জন্য পরীক্ষাকেন্দ্রে বিশেষ ব্যবস্থা থাকছে টোকেনের মাধ্যমে। পরীক্ষা শেষ হলে তা সংগ্রহ করতে হবে । প্রতিটি পরীক্ষাকেন্দ্রের জন্য ১ জন পর্যবেক্ষক থাকবেন। অ্যাডমিট কার্ডে বার কোড স্ক্যানার থাকবে। তা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে কি না, তা জানা যাবে ওই কোড থেকে।
কখন পৌঁছতে হবে পরীক্ষাকেন্দ্রে?
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে থাকছে বিরাট নিরাপত্তার ব্যবস্থা । সেই কারণে ২ ঘন্টা আগে অর্থাৎ ১০টার সময়ে পরীক্ষাকেন্দ্রে সমস্ত পরীক্ষার্থীকে উপস্থিত হতে হবে। দুপুর ১২টায় পরীক্ষা শুরু হবে বিশেষ ভাবে সক্ষমদের অতিরিক্ত ৩০ মিনিট সময়ও দেওয়া হয়েছে।
মোট পরীক্ষা কেন্দ্র
মোট ৬৩৬ টি পরীক্ষা চলবে এই SSC নবম – দশম পরীক্ষা
কখন মিলবে প্রশ্নপত্র?
সূত্রের খবর অনুযায়ী ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে প্রশ্নপত্র পৌঁছে যাবে সমস্ত কেন্দ্রে । ১১টা ৪৫ মিনিট নাগাদ প্রশ্ন পুস্তিকা এবং ওএমআর এর একটি সিল প্যাকেট পাবেন পরীক্ষার্থীরা ।পরবর্তী ১৫ মিনিটে পরীক্ষার্থী শুধুমাত্র নিজেদের রোল নম্বর বা অন্যান্য পরিচিতি লিখবেন। ১ থেকে ৫ নম্বর জায়গা উত্তরপত্রে ফিল আপ করার ক্ষেত্রে বাড়তি সতর্ক থাকতে হবে পরীক্ষার্থীকে। তা ঠিক মতো ফিল আপ না করা হলে বাতিল হয়ে যাবে উত্তরপত্রটি। ১২টার সময়ে শুরু হবে পরীক্ষা।
পরীক্ষার সময়
দুপুর ১২ তা থেকে ১.৩০ মিনিট পর্যন্ত