যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
Report by : Tista Mondal ● Editing & Graphix by : Laboni De
কলকাতা ,১২ ডিসেম্বর:
কলকাতার রীতিমত বদনাম ছিল বৈকি ! শীতের সঙ্গে তার নাকি শত্রুতা ! এবার সেই বদনাম ঘুচতে চলেছে অন্তত কিছুটা হলেও !২০২৫ – এ এবার রেকর্ড শীত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গত ৫ বছরের রেকর্ড ভেঙে ডিসেম্বর মাসেই হাজির নজিরবিহীন শীত।এই শীতের প্রকোপ আগামী ৯ দিন শীত স্থায়ী হবে বলে এরকমটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড শীত পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।

কলকাতা সহ দক্ষিনবঙ্গবাসীরা জমিয়ে উপভোগ করতে পারবেন শীতের আমেজ। তাপমাত্রার পারদ অনেকটাই নামছে। স্বাভাবিকের নিচে রাত ও দিনের তাপমাত্রা। কলকাতায় সকালে হালকা কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার হয়ে যায়। শুষ্ক আবহাওয়া বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিন এবং রাতে শীতের আমেজ। দুই সময়েই তাপমাত্রা স্বাভাবিকের নিচে। উত্তর- পশ্চিমের শীতল হাওয়ায় পারদ কমেছে কলকাতায়। বৃহস্পতিবার দার্জিলিং-এ তাপমাত্রা ছিল ৪.৮° সেলসিয়াস , পুরুলিয়ায় ১১° সেলসিয়াস, কোচবিহারে ১০.৬° সেলসিয়াস, শ্রিনিকেতনে ৯.৮° সেলসিয়াস এবং কলকাতায় ১৫.৮ ° সেলসিয়াস। বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২° সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪° কম। এ ছাড়া, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নীচে রয়েছে। বৃহস্পতিবার ভোরে কল্যাণীতে তাপমাত্রা ছিল ১১.৫° সেলসিয়াস, বর্ধমানে ১১° সেলসিয়াস, শ্রীনিকেতনে ১০.৪° সেলসিয়াস এবং বাঁকুড়ায় ১১° সেলসিয়াসে নেমেছে পারদ। উত্তরের জেলাগুলিতেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। দার্জিলিঙে ৬.৪ °, জলপাইগুড়িতে ১১.৬ °, আলিপুরদুয়ারে ১০ °, কালিম্পঙে ১০ ° এবং কোচবিহারে ১০.১° সেলসিয়াস রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। শুক্রবার কলকাতায় ১৫° সেলসিয়াসের ঘরে ছিল তাপমাত্রার পারদ । পশ্চিমের জেলায় ১১° সেলসিয়াসের ঘরে ছিল সর্বনিম্ন তাপমাত্রা।
কলকাতার সঙ্গে উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেই বর্তমানে শীতের আমেজ। উত্তরবঙ্গে পার্বত্য জেলায় ভোরে ঘন কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা। উত্তরের সমতল জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা। পূর্ব বাংলাদেশ সংলগ্ন এলাকায় আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণবাত রয়েছে। উত্তর-পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, সঙ্গে ঘূর্ণবাত রয়েছে জম্বু ও কাশ্মীর পার্বত্য এলাকায়। অপরদিকে উত্তর ভারতে রয়েছে ওয়েস্টার্লি জেড স্ট্রিম বা সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতা সহ জেলায় জেলায় তাপমাত্রার পারদ নিম্নমুখী। একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম, দিনও রাত দুই ক্ষেত্রেই কম তাপমাত্রা। আগামী ৭ দিন সকালে কুয়াশা ও ধোয়াশার পূর্বাভাস রয়েছে । তবে আগামী মঙ্গলবারের পর থেকে তাপমাত্রার পারদ কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হতে পারে বলে, পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।