যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো ( Dial- 7604097600; Whatsap – 7365021506)
কলকাতা ৫ ফেব্রুয়ারী :পুষ্প অর্থাৎ ফুলকে ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে নেই । ফুলের সৌন্দর্য সবাইকে বিমোহিত করে । সারা বছরব্যাপী আমাদের রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান খুব কমই দেখতে পাওয়া যায়। সে দিক দিয়ে দেখতে গেলে সম্পূর্ণ ভিন্ন বার্তা বহন করে এই প্রদর্শনী । কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের উদ্যান বিভাগের উদ্যোগে এবং বরো- ১১ এর অন্তর্গত ১১২ নম্বর ওয়ার্ডের সক্রিয় সহযোগিতায় ব্রহ্মপুর হরিসভা, অগ্রদূত ক্লাব প্রাঙ্গনে গতকাল , ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার থেকে শুরু হল ৩ দিন ব্যাপী বার্ষিক পুষ্প প্রদর্শনী,২০২৫ । প্রতিবছরের ন্যায় এ বছরও অপূর্ব সৌন্দর্যে ভরা বিভিন্ন রঙের হরেক রকম ফুল এবং তার পাশাপাশি রকমারি সবজির সম্ভার নিয়ে শুরু হয়ে গেল বার্ষিক পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান ।
এই বার্ষিক পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ , আবাসন, ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা মেয়র পারিষদ দেবাশীষ কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন বরো-১১ এর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, ১১২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল রায়, ১০৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিতা রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সমাজের সর্বক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্ম তথা নবীনদের কাছে সমাজে থাকতে গেলে আমাদের চারিপাশের পরিবেশ , প্রকৃতিকে সুন্দরভাবে অনুভব করার জন্য এবং বর্তমান হাইটেক যুগে দাঁড়িয়ে যেভাবে নগরায়ন বিস্তারের জন্য প্রকৃতিকে ধ্বংস করা হচ্ছে অর্থাৎ গাছ কেটে ফেলা হচ্ছে এবং এর ফলে প্রকৃতিতে যে নেতিবাচক প্রভাব পড়ছে তা প্রতিরোধ করার বার্তা দিয়ে এবং গাছ, ফুল সহ প্রাকৃতিক সম্পদগুলির গুরুত্বকে তুলে ধরার জন্য মূলত এই প্রদর্শনী অনুষ্ঠান। প্রথম দিনেই এই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান ছিল চোখে পড়ার মতো।
এই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান চলবে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত , এই প্রদর্শনীকে কেন্দ্র করে গুণী শিল্পীদের নিয়ে প্রতিদিনই রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।এককথায় বলা যায় অপরূপ প্রকৃতি ও সুসংস্কৃতির মেলবন্ধনে এই প্রদর্শনী প্রাঙ্গন আগামী ২ দিন পরিবেশ সচেতন ও সংস্কৃতিপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত যোগদানে মুখরিত হয়ে উঠবে।