A Report by Tista Mondal (last update 6.05 pm)
যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো (Dial: 7604097600)

কলকাতা ২৬ আগস্ট : ODL এবং অনলাইন শিক্ষার ক্ষেত্রে বড় নির্দেশ ইউজিসির ! চলতি শিক্ষাবর্ষ অর্থাৎ 2025 শিক্ষাবর্ষ থেকেই হেলথ কেয়ার (স্বাস্থ্য পরিসেবা), সাইকোলজি, মাইক্রোবায়োলজি , ফুড এন্ড নিউট্রিশন সাইন্স, বায়োটেকনোলজি , ক্লিনিক্যাল নিউট্রিশন সায়েন্স এবং ডায়েটেটিক্স এই সংশ্লিষ্ট বিষয়গুলি মুক্ত দূরশিক্ষা মাধ্যম , (ODL) এবং অনলাইনে আর পড়ানো যাবে না ,বলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলিকে নির্দেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন তথা ইউজিসির। ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড এন্ড হেলথ কেয়ার প্রফেশনস ( NCAHP) অ্যাক্ট, ২০২১- এর আওতায় সংশ্লিষ্ট কোর্স তথা বিষয়গুলি সাম্প্রতিক ইউজিসির এই নির্দেশিকায় যুক্ত হয়েছে।
এ বিষয়ে ইউজিসির সচিব মনীষ যোশী জানিয়েছেন, কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই- আগস্ট এর একাডেমিক সেশন থেকে NCAHP ACT, 2021 – এর আওতাভুক্ত এই বিষয়গুলি আর মুক্ত – দূরশিক্ষা মাধ্যম বা অনলাইনে পড়ানো যাবে না । পূর্বে যদি কোনও প্রতিষ্ঠানকে এই বিষয়গুলি নিয়ে বিভিন্ন কোর্সে পড়ানোর অনুমোদন দেওয়া হয়ে থাকে, তা এই জুলাই – আগস্ট ২০২৫ সেশন থেকে তা প্রত্যাহার করে নেওয়া হবে ইউজিসি থেকে।
সূত্রের খবর, চলতি বছর এপ্রিল মাসে 24 তম ডিসট্যান্ট এডুকেশন ব্যুরো ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই সংক্রান্ত সুপারিশ করা হয়েছিল , পরে সাম্প্রতিক আরও একটি বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।