গানের মঞ্চে চরম হেনস্থার শিকার সংগীতশিল্পী লগ্নজিতা ! অভিযুক্ত গ্রেফতার-বিভাগীয় তদন্ত স্থানীয় থানার ওসির বিরুদ্ধে

কলকাতা,২১ ডিসেম্বর : এবার সংগীতের অনুষ্ঠান মঞ্চে দর্শকদের সামনেই চরম হেনস্থা ও নিগ্রহের শিকার গায়িকা !ভগবানপুর সাউথ পয়েন্ট পাবলিক স্কুলে শনিবার অনুষ্ঠান করতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেখানে গিয়ে হেনস্থার শিকার হন সংগীতশিল্পী। অনুষ্ঠান চলাকালীন তাকে হেনস্থার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। সদ্য মুক্তি পাওয়া দেবী চৌধুরানী ছবির ‘জাগো মা’ গানটি গিয়েছিলেন তিনি, এই গান গাওয়ার কিছুক্ষণ পরেই দর্শক আসন থেকে এক ব্যক্তি উঠে আসেন মঞ্চে, এরপর গায়িকাকে মারধর করতে উদ্যত হন বলে অভিযোগ জানিয়েছেন গায়িকা। তবে পরিস্থিতি অবনতি হওয়ার আগেই অন্যরা ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান। এরপর লগ্নজিতা আর গান গাননি।

এরপর শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার কে সমগ্র ঘটনাটি জানান। সমগ্র ঘটনাটি শুনে তাঁকে জেনারেল ডায়েরি করতে বলা হয় বলে জানিয়েছেন গায়িকা , তিনি সেটি করেন। কিন্তু যে প্রশ্নটি উঠছে, তা হল এমন ঘটনার পর কেন এফআইআর দায়ের করলো না পুলিশ? এবিষয়ে এসপি জানিয়েছেন, সব অভিযোগে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখা হবে , এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তাও আমরা নিশ্চিত করতে চাই। গায়িকা পুলিশকে জানান, শনিবার সন্ধ্যা ৭ টা নাগাদ শুরুতে কোনও গোলযোগ ছিলনা, তাঁর কথায় প্রথম তিনটে গানের পর সুষ্ঠুভাবে সংবর্ধনাও দেওয়া হয়েছিল লগ্নজিতা কে । এরপর ৭টা ৪৫ মিনিটে গানের তালিকার সপ্তম গান গাওয়া শেষ করে, অষ্টম গানে যাওয়ার আগে দর্শকদের সঙ্গে কথাও বলেন তিনি, কার্যত তখনই ঘটনাটি ঘটে।

গায়িকার অভিযোগ, দেবী চৌধুরানী ছবির ‘জাগো মা’ গানটি গাওয়ার কিছুক্ষণ পরই দর্শক আসন থেকে উঠে আসেন স্কুল মালিক মেহবুব মল্লিক, তাঁর সঙ্গে অভাব্য আচরণ করেন তিনি তাঁকে গালি-গালাজ সহ কটুক্তি করা হয় বলেও অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়ে গেছে। এই ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈত তরজা । এবিষয়ে বিজেপির অভিযোগ, লগ্নজিতা কে দীর্ঘক্ষণ ভগবানপুর থানায় বসিয়ে রাখা হয়েছিল বলে, এবং তাঁর অভিযোগ নেওয়া হয়নি, এমনকি অভিযুক্তকে আড়াল করার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ। এরপর ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতে সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্কুল মালিক কে গ্রেফতার করেছে পুলিশ। এর পাশাপাশি এই ঘটনায় পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে পদক্ষেপও নিয়েছে জেলা পুলিশ। ওসি শাহেনশাহ হকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে।●

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *