যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক ( Help line -7604097600/ Whatsap-7365021506 )

কলকাতা ৭ ডিসেম্বর : প্রয়াত অধ্যাপক এবং বিশিষ্ট রাজনীতিবিদ জীবন মুখোপাধ্যায়। মঙ্গলবার সকাল ৮ টা ৪৫ মিনিট নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অন্তিম কালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। শুধুমাত্র অধ্যাপনায় নয় বরং এর পাশাপাশি একাধারে তিনি ছিলেন লেখক এবং অন্যদিকে ছিলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক। ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে টিকিট দেওয়া হয় তাঁকে, মূলত ছাত্র রাজনীতির মধ্যে দিয়েই রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। দুবার তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন, ২০১৬ সালেও এই কেন্দ্র থেকে জয়যুক্ত হন তিনি।
প্রসঙ্গত উল্লেখযোগ্য ২০২১ সালে নির্বাচনের টিকিট তাকে দল আর দেননি। পরবর্তীতে সক্রিয়ভাবে রাজনীতিতে না থাকলেও জনমানুষের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল তাঁর। রাজনীতি থেকে সরে আসার পরেও সাধারণ মানুষের সাহায্যের প্রতি সজাগ ছিলেন তিনি। রাজনীতির পাশাপাশি তিনি লিখেছেন অনেক বই, মূলত ইতিহাস বিষয়ক বই লিখতেন তিনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য তাঁর লেখা ইতিহাস বই স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে অতি জনপ্রিয় এবং সেগুলি তাদের পড়ানো হয় । সাম্প্রতিক সময়ে বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন তিনি, গত ২৮ ডিসেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ভর্তি হয়েছিলেন বেসরকারি হাসপাতালে, তারপর আর শেষ রক্ষা হল না। ইতিহাসের পাতায় দাঁড়ি টানতে হল এই স্বনামধন্য ইতিহাস লেখককে ।নিজের লেখা বেশ কিছু ইতিহাস বই চলমান রেখে নিজেই চলে গেলেন ইতিহাসের শুস্ক পৃষ্ঠায়।
এই বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক ও দলের একজন বর্ষীয়ান সুদক্ষ সহকর্মীকে হারিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ।