জন্ম শতবর্ষের সুরেলা আলোকে কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকা : অসমের মাটির সুর, প্রতিবাদী মেজাজ ও দেশজ প্রাণের অপূর্ব মেলবন্ধনের প্রতিভূ আজও অমলিন

শুধু সুরে বুঁদ হওয়া নয়, এত বছর পরেও তাঁর গান বলে মানুষের সংগ্রাম, ভালবাসা আর আশার গল্প। এক সময়, উত্তর-পূর্বের সঙ্গে গোটা ভারতের মেলবন্ধনের অন্যতম প্রধান সেতু হয়ে উঠেছিল তাঁর কণ্ঠ। অসমের মাটির সুর, পাহাড়ি মেজাজ, তার সঙ্গে দেশজ প্রাণ মিশিয়ে ভূপেন হাজারিকা গানে যে নতুন এক ধারা এনেছিলেন তৎকালীন সামাজিক পরিস্থিতি তাঁর গানে অনেক জোরালো ভাবে ফুটে উঠেছে। তবে প্রতিবাদী সত্তা গানগুলির মধ্যে নিশ্চয়ই আছে।

ভূপেন হাজারিকা ছিলেন একজন প্রতিভাবান ও বহুমুখী শিল্পী, যিনি শুধু আসাম ও বাংলাতেই নন, বরং ভারত ও বাংলাদেশজুড়ে জনপ্রিয় ছিলেন। তাঁর লড়াই ছিল মূলত একটি সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে তুলে ধরার প্রচেষ্টা, যেখানে তিনি তাঁর গান ও সিনেমার মাধ্যমে সমাজের বিভিন্ন অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। এছাড়া তিনি তাঁর জীবনকালে একজন লেখক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চলচ্চিত্ৰ পরিচালক এবং সম্পাদক হিসেবেও নিজের অবদান রেখেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *