যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো : সুদীর্ঘ ৫২ বছর পর অলিম্পিক হকিতে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ভারত। সালটা ছিল ১৯৭২ অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের মুকুট ছিনিয়ে এনেছিল ভারত। দীর্ঘ প্রচেষ্টা এবং ব্যর্থতার পর প্যারিস অলিম্পিক,২০২৪ -এ ৩-২ ব্যবধানে অস্ট্রেলিয়া কে হারিয়ে অলিম্পিক হকিতে নক আউট পর্যায়ে পৌঁছে গেল ভারত। এই রুদ্ধশ্বাস জয়ের পর ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পুল- বি তে দ্বিতীয় স্থানে রইল ভারত।

ইতিপূর্বে এই টুর্নামেন্টে নিউজিল্যান্ডের ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়, আর্জেন্টিনার বিরুদ্ধে ড্র, এবং বেলজিয়ামের বিরুদ্ধে হারের পর অস্ট্রেলিয়া কে হারিয়ে দুর্দান্ত ‘কামব্যাক’ ভারতের। ভারতের হয়ে এই ম্যাচে প্রথম গোল করেন অভিষেক। এরপর জোড়া গোল করে জয় নিশ্চিত করেন অধিনায়ক হরমনপ্রীত সিং। অস্ট্রেলিয়ার হয়ে ব্যবধান কমান থমাস ক্রেগ এবং ব্ল্যাক গোভার্স। সামনেই রয়েছে জমজমাট নকআউট পর্ব। ভারতের এই জয় নকআউট পর্বে দলকে অক্সিজেন জোগাবে বৈকি !