দেশে সবচেয়ে সুরক্ষিত কোন ৩টি ব্যাঙ্ক ? কি বলছে RBI ?

কলকাতা,৫ ডিসেম্বর : সাধারণ মানুষ থেকে ক্রোড়পতি – নিজেদের উপার্জিত ,কষ্টার্জিত অর্থ গচ্ছিত রাখতে ব্যাংকই সবচেয়ে বেশি সুরক্ষিত মনে করা হয়।আজও নিজের টাকা পয়সা এবং বহুমূল্য জিনিস গচ্ছিত রাখার জন্য ব্যাংকই সকলের প্রথম পছন্দ বৈকি। কিন্তু কোন ব্যাংকে আসলে সুরক্ষিত থাকবে আপনাদের বহুমূল্য সম্পদ ? কি বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI)?

রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) , এইজ ডি এফ সি ব্যাংক (HDFC) এবং আই সি আই সি আই ব্যাংক (ICICI) কে দেশের সবথেকে সুরক্ষিত ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালেও এই ব্যাংকগুলিকে ‘দেশীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক’ অর্থাৎ ডি – এসাইবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এগুলিকে অন্তর্দেশীয় ক্ষেত্রেও সর্বত্র গুরুত্বপূর্ণ ব্যাংক হিসেবে ঘোষণা করা হয়েছে।
দেশের ব্যাঙ্কিং সেক্টরে এই তিন ব্যাংক বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে উল্লেখ করা হয়েছে RBI এর তরফে। এই ব্যাংকগুলির কোনো কারণে ব্যর্থতা বা ভেঙে পরা দেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে , তাই আরবিয়াই এর গাইডলাইন অনুযায়ী এই ব্যাংকগুলিতে তুলনামূলক বেশি মূলধন রাখতে হবে, যাতে কোনো ক্ষতিপূরণ করতে ও যে কোনো ঝুঁকি সামাল দিতে সাহায্য হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *