ধর্ম যার যার উৎসব সবার : বিবেকানন্দর জন্মদিবসে শুরু হল ১২ দিন ব্যাপী বিবেক মিলনমেলা

যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (Dial-7604097600 ; Whatsap-7365021506)

কলকাতা ,১৪ জানুয়ারী : মেলা মানেই জাতি – ধর্ম – বর্ণ নির্বিশেষে সকল মানুষের মহামিলন ক্ষেত্র। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভেদাভেদ ভুলে মেলার মধ্যে দিয়ে সকল মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। মানুষের সঙ্গে মানুষকে একত্রিত করার সেই আদর্শে অনুপ্রাণিত হয়ে দক্ষিণ কলকাতার অগ্রণী সমাজসেবী সংগঠন ‘বিবেক’ এর কর্ণধার কার্তিক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ও অনুপ্রেরণায় অনুষ্ঠিত হয় এক মহা মানব মিলন মেলা – বিবেক মেলা।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিধায়ক দেবাশীষ কুমার ; মঞ্চে রয়েছেন বিবেক এর কর্ণধার কার্তিক ব্যানার্জী ,পৌরমাতা কাজরী ব্যানার্জী (বাম দিকে) , সাংসদ মালা রায় , সুব্রত বক্সি (ডান দিকে )প্রমুখ

এবছর এই মেলা রজত জয়ন্তী বর্ষে অর্থাৎ ২৫ বছরে পদার্পণ করল। দক্ষিণ কলকাতার হরিশ পার্কে ১২ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলে এই মিলন মেলা। মেলার বিশেষ আকর্ষণ হিসেবে প্রতিদিনই রয়েছে প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীদের নিয়ে মনজ্ঞো সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং এর পাশাপাশি রয়েছে স্বামী বিবেকানন্দ , নেতাজী সুভাষচন্দ্র বসুর মত মনীষীদের নিয়ে বিশেষ জ্ঞানমূলক অনুষ্ঠান ।
বিবেক মেলায় নিছকই একটি সাধারণ মেলা নয়। এই মেলার রয়েছে সামাজিক একটি দিকও। এই মেলাকে কেন্দ্র করে দুস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় কম্বল, বস্ত্র সহ বিভিন্ন সামগ্রী ।

রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন- শিক্ষা ,সংস্কৃতি থেকে বিনোদন — সব জগতেরই বিশিষ্ট ব্যক্তিবর্গের আগমন ঘটে এই মেলায়। প্রতিবছরের ন্যায় এ বছরও ১২ জানুয়ারি শুভ উদ্বোধন হয়ে গেল এই মেলার। এ দিনের এই শুভ উদ্বোধন কে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার ,দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি , রামকৃষ্ণ মঠ ও মিশন গদাধর আশ্রমের অধ্যক্ষ মুক্তিকামানন্দ মহারাজ,স্থানীয় পৌরমাতা কাজরী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ।

যুগবীক্ষণ ডিজিটাল এর মুখোমুখি কার্তিক বন্দোপাধ্যায়

এই মেলাকে কেন্দ্র করে গোটা হারিস পার্ক প্রাঙ্গন অপরূপ রকমারি আলোকসজ্জায় সজ্জিত হয়ে ওঠে। স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে বহু মানুষেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এই মেলায়। এই মহামেলাকে কেন্দ্র করে রয়েছে হস্তশিল্প , রকমারি খাবার ,মহিলাদের সাজসজ্জা, প্রসাধনী, বাচ্চাদের খেলনা রকমারি স্টল ও রাইড।সুতরাং সব মিলিয়ে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত বিবেক মেলা প্রাঙ্গন যে চাঁদের হাটে যে পরিণত হতে চলেছে তা বলার অপেক্ষায় রাখে না বৈকি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *