যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
Report by : Tista Mondal ● Editing & Graphix by : Laboni De

কলকাতা,১২ ডিসেম্বর :নতুন বছর থেকে বড় বদল আস্তে চলেছে রেশন কার্ডে! ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে বড়সড় বদল আসতে চলেছে রেশন কার্ডে। চাল ও গম বরাদ্দের ক্ষেত্রে এই পরিবর্তন আসছে। রাজ্যে পাঁচটি রেশন কার্ড চালু আছে। এগুলি হল AAY, PHH, বা SPHH এই গুলি হল কেন্দ্র সরকারের যোজনার কার্ড এবং রাজ্যের নিজস্ব দুটি কার্ড হল RKSY-1, RKSY-2 । খাদ্য দপ্তর তরফে জানানো হয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত পূর্বের নিয়ম অনুযায়ী দেওয়া হবে রেশন, তার পরে থেকে নতুন বরাদ্দ কাঠামো কার্যকর হবে। কোন কার্ডে কি কি পরিবর্তন আসছে এক ঝলকে দেখে নেওয়া যাক:
AAY কার্ড:
সবচেয়ে দরিদ্র পরিবারের জন্য থাকা এই কার্ডে পরিবারপিছু রেশন দেওয়া হয়, এবার এই কার্ডে চাল কমিয়ে গমের বরাদ্দ বাড়ানো হয়েছে।
চাল: বর্তমানে ১৯ কেজি থাকলেও জানুয়ারি থেকে পাওয়া যাবে ১৫ কেজি করে।
গম: ১৪ কেজি থেকে বেড়ে হবে ২০ কেজি। আটা(গমের বদলে) : ১৩ কেজি ৩০০ গ্ৰাম থেকে বেড়ে হবে ১৯ কেজি।
PHHও SPHH কার্ড:
এই দুটি কার্ডে রেশন দেওয়া হয় মাথাপিছু হিসেবে এই কার্ডেও চাল কমে বাড়ছে গম। চাল: মাথাপিছু ৩ কেজির কমে হবে ২ কেজি। গম: মাথাপিছু ২ কেজির বদলে পাওয়া যাবে ৩ কেজি। আটা(গমের বদলে) : ১ কেজি ৯০০ গ্রামের বদলে পাওয়া যাবে ২ কেজি ৮৫০ গ্রাম। এক্ষেত্রে রাজ্যের দুটি কার্ড RKSY-1, এবং RKSY-2 – তে কোনও পরিবর্তন হচ্ছে না এই কার্ডে সাধারণ মানুষরা মাথাপিছু যেমন বরাদ্দ পেয়ে থাকেন তেমনই পাবেন।●