যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
Report by : Tista Mondal ●Edited by : Laboni De

কলকাতা, ৩ ডিসেম্বর :বছরের শুরু কিংবা শেষ ! আবার মমতা – আবার চমক ! বিরোধীরা যখন তিনি ভোট রাজনীতি করতে একটি নির্দিষ্ট সংখ্যালঘু সম্প্রদায়ের তোষণ করেন বলে ক্রমাগত তাকে আক্রমণ করেন তার পরিপ্রেক্ষিতে মমতা সর্বদাই বলেন তিনি কোন নির্দিষ্ট ধর্ম নয় সর্ব ধর্ম সমন্বয়েই বিশ্বাসী।তারই প্রতিফলন জগন্নাথ মন্দিরের পর এবার নির্মিত হতে চলেছে দুর্গা অঙ্গন। নিউ টাউনে ইকো পার্কের অদূরে যেখানে রামকৃষ্ণ মিশনের জমি রয়েছে, তার ঠিক পাশেই গড়ে উঠতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত এই অঙ্গন ।ভিত পূজো হয়ে নির্মাণ কাজ শুরু হয়ে যাচ্ছে চলতি মাস অর্থাৎ ডিসেম্বরেই । মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পর গত ২২ আগস্ট দরপত্র আহবান করে হিডকো। তাতে আনুমানিক খরচ ধার্য করা হয়েছে ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। দরপত্রের সময়সীমা ও ধার্য করে দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, অঙ্গনের দিন থেকে ২৪ মাস অর্থাৎ দু বছরের মধ্যে দুর্গা অঙ্গ নির্মাণের কাজ শেষ করতে হবে।
আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। মমতা দাবি করেছেন, গত বারের থেকে বেশি আসন নিয়ে তৃণমূল ক্ষমতায় ফিরবে বলে। তা যদি বাস্তবায়িত হয় এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বড়সড়ো পরিবর্তন না ঘটলে ২০২৭ সালের সেপ্টেম্বরের মধ্যে দুর্গা অঙ্গনের কাজ শেষ হবার কথা। এরই মাঝে শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দিরের জন্য জমি চিহ্নিত করা হয়েছে। পূর্বেই ২১শে জুলাই এর মঞ্চ থেকে দুর্গা অঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মমতা। আগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। জমি চিহ্নিত করা হয় পরে দরপত্র ডেকে কাজ শুরু করে দেয় হিডকো। সেই দরপত্রের প্রক্রিয়াও সম্পূর্ণ হয়েছে বলে মঙ্গলবার জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, "ডিসেম্বরে এই কাজ শুরু হবে।" গত দেড় দশকের বেশি সময় ধরে রাজ্যের সংখ্যালঘু ভোট প্রায় একচ্ছত্রভাবে ঝুলিতে রয়েছে তৃণমূলের।
এই সূত্রে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোষনের রাজনীতির অভিযোগ তোলে বিরোধীদল বিজেপি। কার্যত তাদের কৌশল, তৃণমূলের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে হিন্দু ভোটকে একত্রিত করা, এবং সম্প্রতি কালে এই কাজ সরাসরিই করছে বিরোধীরা। রাজনৈতিক মহলের অধিকাংশের বক্তব্য, বিজেপির হিন্দুত্বের অস্ত্র কে নাকাম করার কৌশল হিসেবেই দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ করেছেন মুখ্যমন্ত্রী। বর্তমানে তৈরি হচ্ছে দুর্গা অঙ্গন। যদিও এ বিষয়ে মমতা জানিয়েছেন, তিনি সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাস করেন, সেই দর্শন থেকেই এই কাজ করছেন তিনি।