যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (Dial -760409760 ; Whatsap – 7365021506 )
কলকাতা,২৪ জানুয়ারী : নেতাজি জন্ম জয়ন্তীতে জানুয়ারী ২৩ দিনটি ক্যালেন্ডারে বিশেষ ভাবে তাৎপর্য্যপূর্ণ।১৮৯৭ সালের এই দিনেই দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন।,দেশনায়ক এর জন্মজয়ন্তীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এই দিনটি পালিত হয়ে থাকে ।তবে অবশ্যই ব্যতিক্রমী কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন।প্রতি বছর এই দিনটিতে সেই মহাপরাক্রমশালী বীর বিপ্লবী যিনি বলেছিলেন” তোমরা আমায় রক্ত দাও , আমি তোমাদের স্বাধীনতা দেব” .–সেই নেতাজী কে শ্রদ্ধা জানিয়ে অ্যাসোসিয়েশনের সম্পাদক বাবুন ব্যানার্জীর উদ্যোগে ও পরিচালনায় অনুষ্ঠিত হয় এক সুবিশাল রক্তদান শিবির যেটি সম্ভবত রাজ্যের সবচেয়ে বড় মাপের রক্তদান উৎসব। এই মহতী রক্তদান উৎসব এবছর ২৬ তম বর্ষে পদার্পণ করল।
এ বছর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টে পর্যন্ত অনুষ্ঠিত রক্তদান শিবিরে সমাজের বিভিন্ন স্তর থেকে প্রায় দুই হাজারেরও বেশী রক্তদাতারা তাদের মূল্যবান রক্ত দান করেন অন্যের প্রাণ বাঁচানোর তাগিদে। এই মহতী রক্তদান উৎসবকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ রাজনীতি থেকে ক্রীড়াঙ্গন – শিক্ষা- সংস্কৃতি থেকে বিনোদন — সকল জগতের ব্যক্তিরাই। এককথায় বলা যায় যে এই মহতী মানবিক রক্তদান উৎসবকে কেন্দ্র করে এদিন সমগ্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, চাঁদের হাট হয়ে উঠেছিল বৈকি ।