পড়ুয়াদের গরমের ছুটি মাত্র ছয় দিন ! বড় সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের !

কলকাতা, ১০ ডিসেম্বর : মঙ্গলবার পর্ষদ আগামী শিক্ষাবর্ষের ছুটির ক্যালেন্ডার প্রকাশ করেছে। সেখানে ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কাট-শাট করা হয়েছে গরমের ছুটি। আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটি মিলবে মাত্র ৬ দিন, ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত। ২০২৬-এ সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা গরমের ছুটি পাবে মাত্র ৬ দিন। এই বিষয়ে পর্ষদ জানিয়েছে, নিয়ম মত বছরে স্কুলগুলিকে ৬৫ টি ছুটি বরাদ্দ করা হয়, নতুন করে অনেক ছুটি দেওয়া হচ্ছে স্কুল গুলিকে , তাই গরমের ছুটিতে কাট – শার্ট করতে হয়েছে।

দুর্গা পূজাকে কেন্দ্র করে শারদ উৎসব উপলক্ষে দেওয়া হয়েছে ২৮ দিন ছুটি। এছাড়াও এর পাশাপাশি অনেক নতুন ছুটি যুক্ত করেছে রাজ্য সরকার। এর মধ্যে রয়েছে গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাই – এর জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পুজো-র মতন দিনগুলি। বিগত বছরগুলিতে গ্রীষ্মে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকায়, একাধিক জেলায় লু-র পরিস্থিতি তৈরি হয় । এমত পরিস্থিতিতে প্রখর গরমে স্কুলে ক্লাস করার ক্ষেত্রে পড়ুয়াদের অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য গ্রীষ্মকালীন ছুটির দিন তখন বাড়ানো হয় স্কুলগুলিতে। অতিরিক্ত গরমের জন্য প্রায় প্রতি বছরই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের বাড়তি ছুটি দিয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *