পরপর দুবার কোপা আমেরিকা আর্জেন্টিনার : কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় মেসিদের

নিজস্ব প্রতিনিধি : কোপা আমেরিকা,২৪ চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।  মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে  কলম্বিয়াকে হারিয়ে ১৬তম শিরোপা ঘরে তুলেছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় গোল শূন্য অবস্থায় । খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে  লাউতারো মার্টিনেজের গোলে আর্জেন্টিনার শিরোপা নির্ধারণ হয়ে যায় ।

   ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারত আর্জেন্টিনা। আলভারেজ মন্টিয়েলের ক্রস ঠিকঠাক পা লাগাতে পারেনি । ষষ্ঠ ও সপ্তম মিনিটে দুটি দারুণ সুযোগ পেয়েছিল কলম্বিয়া। সপ্তম মিনিটে সান্তিয়াগো আরিয়াসের হেড থেকে উড়ে আসা বল বক্স থেকে শট নেন জন কর্ডোবা।তার ডান পায়ের শট বাঁ দিকের পোস্টে লেগে বাইরে চলে যায়। ২০ মিনিটের মাথায় গোলের দারুণ একটি সুযোগ পেয়েছিলেন লিওনেল মেসি। দি মারিয়ার পাস থেকে নেয়া মেসির শট কলম্বিয়ার গোলরক্ষক ভার্গাস ধরে ফেলেন। ৩৩তম মিনিটে জেফারসন লেরমার দূরপাল্লার বুলেট গতির শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোল রক্ষক। দারুণ সুযোগ থেকে বঞ্চিত হয় কলম্বিয়া। ম্যাচের ৪৪ মিনিটে মেসির নেওয়া ফ্রি কিকে তাগলিয়াফিকো মাথা লাগালেও বল চলে যায় বারের উপর দিয়ে।

দ্বিতীয়ার্ধে শুরুতেই আক্রমণ কলম্বিয়ার। ৪৭ মিনিটে সান্তিয়াগো অ্যারিয়াসের ডান পায়ের দ্রুতগতির শট গোলবারের ডানপাশ দিয়ে চলে যায়।এরপর কাউন্টার অ্যাটাকে ম্যাক অ্যালিস্টারের অ্যাসিস্ট থেকে ডি মারিয়ার করা বাঁপায়ের শট সেভ দেন গোলরক্ষক ভার্গাস। ৫৪ মিনিটে ডেভিনসন সানচেজের হেড চলে যায় গোলবারের উপর দিয়ে।

   আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালনি ৬৪ মিনিটে তুলে নেন মেসিকে। বদলি হিসেবে নিকোলাস গঞ্জালেজকে মাঠে নামান কোচ। ৭৫তম মিনিটে আর্জেন্টিনার গোল অফসাইডে বাতিল হয়। শেষদিকে আর্জেন্টিনা বেশ কিছু আক্রমন করলেও জালের দেখা পায়নি। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।অতিরিক্ত সময়ের ৯৫ মিনিটে গনজালেসের শট ঝাপিয়ে পড়ে ঠেকান কলম্বিয়া গোলরক্ষক। অবশেষে ১১২ তম মিনিটে আসে কাঙ্কিত গোল। লো সেলসোর এসিস্ট থেকে লাউতারো মার্টিনেজ গোল করে শিরোপা ভাগ্য গড়ে দেন।

২০ বছর পর ফাইনালে উঠেও কলম্বিয়ার কাছে কোপা খেতাব অধরাই রইল। তবে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন কলম্বিয়ার তারকা ফুটবলের হামেস রদ্রিগেজ। তাছাড়া কলম্বিয়া ফেয়ার প্লে পুরস্কার পেয়েছে।অন্যদিকে আর্জেন্টিনা এবার নিয়ে ১৬ বার কোপা চ্যাম্পিয়ন হলো এবং ১৪ বার তারা রানার্স আপ হয় যা কোপার ইতিহাসে একটি রেকর্ড বৈকি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *