পার্ক স্ট্রিট নয় ,পাটুলি ! বড়দিন নয় ছোট দিন-ছোটদের বড়দিন : ক্রিসমাস উৎসবের সেরা ঠিকানা এখন ১০১ !

কলকাতা,২৮ ডিসেম্বর :
বড়দিনের কথা বললে যে নামটি সর্বপ্রথম সকলের মাথায় আসে তা হল পার্কস্ট্রিট। কিন্তু বর্তমানে পার্কস্ট্রিট উঠে এসেছে পাটুলিতে।হ্যা ! অবাক হওয়ার অবকাশ নেই ! আপনি ঠিকই শুনেছেন।এখন বড়দের পার্কস্ট্রিট নয়, ছোটদের পাটুলি বিশ্ববাংলা ময়দানই কলকাতার ক্রিসমাস উৎসবের সেরা ঠিকানা বললে বোধহয় ভুল বলা হয় না ।

কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের পরিকল্পনা , পরিচালনা ও উদ্যোগে বিগত ১৫ বছর ধরে একেবারে ভিন্ন আঙ্গিকে নতুন চমকের সাথে পালিত হয় ছোটদের বড়দিন উৎসব।এই অভিনব ও,বর্তমানে জনপ্রিয়তম উৎসবটি বাপ্পাদিত্যরই মস্তিস্ক প্রসূত।

প্রতি বছরের ন্যায় এ বছরও পাটুলি বিশ্ববাংলা প্রাঙ্গনে একেবারে ভিন্ন আঙ্গিকে পালিত হলো ‘ছোটদের বড়দিন’ উৎসব। এক ঝাঁক তারকাদের নিয়ে এদিন মহাসমরহে পালিত হলো ছোটদের বড়দিন। ছোটদের বড়দিন উৎসবে ছোট-বড়দের সঙ্গে জমিয়ে দিলেন টলি তারকারাও। বলতে গেলে গোটা টলিউডেরও অর্ধেকের বেশি যেন উঠে এসেছিল এদিনের বিশ্ববাংলা প্রাঙ্গনে ছোটদের বড়দিনের উৎসবে মেতে উঠতে ! এদিনের চাঁদের হাটে উপস্থিত ছিলেন টলি পাড়ার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, আবীর , যশ, অঙ্কুশ , অভিনেত্রী,সাংসদ জুন মালিয়া, প্রিয়াঙ্কা , নুসরাত ঐন্দ্রিলা, ঈশা , সুদীপ্তা সহ বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়াও ছোটদের বড়দিন কে আরও আকর্ষণীয় করে তুলতে ম্যাজিক শো, ফায়ার আর্ট এর মতো খেলা গুলি প্রদর্শিত হয়। নামেতে ছোটদের বড়দিন থাকলেও ৮ থেকে ৮০ সকল বয়সের মানুষই এসে সামিল হন এই উৎসবে। ছোট থেকে বড় সকলেই বড়দিনের কেক এবং চকলেট দেওয়া হয়। বহুদূর- দুরান্ত থেকে কাতারে-কাতারে মানুষেরা বড়দিনে পার্কস্ট্রিট কে নয় , তাদের ভালো থাকার সেরা ঠিকানা পাটুলিকে নিজেদের ক্রিসমাস উদযাপনের সেরা ঠিকানা হিসেবে বেছে নিয়েছে বৈকি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *