পাহাড়ে সাক্ষাৎ ,সমতলে পদ : ঘাসফুল কাননে সাত বছর পর আবার ফুটল কানন

চলতি সপ্তাহের সোমবারই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চারদিন ছিলেন তিনি। এই একই সময়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন শোভন। সূত্রের খবর, কাজের ফাঁকে শোভনের সঙ্গে একান্তে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। তারপরই বৃহস্পতিবার কলকাতা ফিরে আসেন মুখ্যমন্ত্রী। আর শুক্রবারই প্রশাসনিক পদে নতুন দায়িত্বে শোভন চট্টোপাধ্যায়।সূত্রের খবর, বুধবার প্রায় দু’ঘণ্টা কথা হয়েছে মমতা এবং শোভনের। কী কথা হয়েছে সে ব্যাপারে কোনও পক্ষই প্রকাশ্যে কিছু বলেনি। তবে শোভন-ঘনিষ্ঠদের বক্তব্য অনুযায়ী আগামী এক-দু’মাসের মধ্যেই ফের ফের তৃণমূলের সক্রিয় রাজনীতিতে ফিরতে পারেন শোভন।

উল্লেখ্য ,কলকাতার মেয়র পদে থাকাকালীন বান্ধবী বৈশাখীকে নিয়ে কম জলঘোলা হয়নি। একসময় তার কাজে ক্ষুদ্ধ হয়ে মেয়র পদ থেকে অপসারন করা হয় শোভন চট্টোপাধ্যায়কে। শোভন মেয়রপদ এবং মন্ত্রিসভা ছেড়ে দিয়েছিলেন ২০১৮ সালে। তার পরে অবশ্য মমতার সঙ্গে তাঁর একাধিক বার সাক্ষাৎ হয়েছে। কয়েক বার দিদির বাড়িতে ভাইফোঁটাও নিতে গিয়েছিলেন। ২০২১ সালের আগে বৈশাখী-সহ শোভন দিল্লিতে গিয়ে বিজেপিতে-ও যোগ দিয়েছিলেন। পরে অবশ্য পদ্মশিবিরের প্রতি বিরূপ হয়ে দল ছেড়ে দেন। তবে বিচ্ছেদের সাত বছরে অভিষেকের সঙ্গে শোভনের যোগাযোগ ছিল না। সেপ্টেম্বরে হঠাৎ শোভন তাঁর সঙ্গে দেখা করেন।
ঘটনাচক্রে, অভিষেকের সঙ্গে শোভন যে দিন বৈঠক করেন, তার ৪৮ ঘণ্টা আগে রেকর্ড বৃষ্টিতে কলকাতা জলমগ্ন হয়ে পড়ায় এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে ১০ জনের মৃত্যু ঘটায় কলকাতা পুরসভার ভূমিকা, মেয়র ববি হাকিমের ভূমিকা নিয়ে তখন তীব্র সমালোচনা হচ্ছিল নেটিজেন ,এমনকি শাসকদলের অন্দরেও। সেই পর্বে অভিষেক-শোভনের বৈঠককে শাসকদলের অনেকেই ‘ববির উপর চাপ’ হিসাবে দেখতে চেয়েছিলেন।

অবশেষে ,সাতবছর পর ফের বঙ্গ রাজনীতিতে উদয় হল শোভনের। পেলেন নতুন দায়িত্বও।কালীপুজোর পরেই কি তা হলে সক্রিয়ভাবে তৃণমূলে দেখা যাবে শোভনকে ? অভিষেক বলেছেন, ‘‘সবটাই দলনেত্রী ঠিক করবেন।’’ সেই নেত্রীর সঙ্গেই বুধবার ঘণ্টা দুয়েকের বৈঠক সেরে ফেলেছেন শোভন।বাকিটা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *