যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক ( Dial- 7604097600 / Whatsap – 7365021506 )

কলকাতা; ২ ফেব্রুয়ারী :কলকাতার ইনস্টিটিউড অফ পোস্ট গ্যাজুয়েট মেডিকেল এডুকেশনাল এন্ড রিসার্চ সেন্টার অর্থাৎ এসএসকেএম (পিজি) কে শোকজ করল ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন (UGC)। দেশের মোট ১৮ টি মেডিকেল কলেজকে, শোকজ করল UGC এবং এই তালিকাতেই রয়েছে কলকাতার পিজি র নামও। মূলত UGC -র নিয়মমাফিক প্রত্যেকটি কলেজকেই শিক্ষার্থী এবং অভিভাবকদের অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন জমা করতে হয় UGC – র কাছে। এডমিশন নেওয়ার পর সংশ্লিষ্ট উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মমাফিক শিক্ষার্থীদের কে ভবিষ্যতে কোনোভাবেই র্যাগিং এর সঙ্গে তাঁরা যে যুক্ত হবে না এমন একটি বিবৃতি দিতে হয় UGC এর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়। এর পাশাপাশি অভিভাবকদেরও জমা করতে হয় এই বিষয়ক একটি বিবৃতি। কিন্তু এই ১৮ টি মেডিকেল কলেজ ২০২৪ সালে শিক্ষার্থী এবং অভিভাবকদের অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন বা বিবৃতি UGC তে জমা করতে তৎপর হয়নি বলে অভিযোগ। সম্প্রতি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানকে ‘অ্যান্টি র্যাগিং অ্যাক্ট ২০০৯’ মনে করিয়ে আরও একবার নোটিশ পাঠিয়েছিল UGC, পরবর্তীতে ১৮ টি মেডিকেল কলেজের শোকজ করা হয়।
UGC এর সচিব মনীশ যোশীর সই করা নোটিশে বলা হয়েছে , শোকজ এর কারণের ভিত্তিতে সন্তুষ্ট জনক উত্তর না পাওয়া গেলে ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন বা UGC এডুকেশনাল ইনস্টিটিউট গুলির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে। পিজি র এক কর্তার মতে , অ্যান্টি র্যাগিং আন্ডারটেকিং সহ সব তথ্য ন্যাশনাল মেডিকেল কমিশন কে পাঠানো হতো সরাসরি। UGC – র এইরকম কোন চিঠি পাননি বলে তিনি জানান তবুও বিশদে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান ।