যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো : আবারও অলিম্পিক্ হকিতে ভারতের পদক জয়। ২০২০ তে টোকিও অলিম্পিকের পর ২০২৪ প্যারিস অলিম্পিকেও ব্রোঞ্জ জয় করল ভারত। তৃতীয় স্থানের লড়াইয়ে অর্থাৎ, ব্রোঞ্জ পদকের ম্যাচে স্পেনকে ২-১ গোলের ব্যাবধানে হারিয়ে জয়ী হয় ভারত। এই ম্যাচে দলের ক্যাপ্টেন হরমনপ্রীত সিং দুটি গোল করে জয় নিশ্চিত করেন।দীর্ঘ ৫২ বছর পর , দু’বার পরপর অলিম্পিক্ হকিতে ব্রোঞ্জ পেল হরমনপ্রীতরা ।

প্রসঙ্গত: প্যারিস অলিম্পিক্ হকিতে ফাইনালে পৌঁছায় নেদারল্যান্ড এবং জার্মানি। এই ম্যাচে ২-১ গোলে জিতে স্বর্ণ পদক পেয়ে প্রথমস্থান দখল করে নেয় নেদারল্যান্ড, এবং দ্বিতীয়স্থান দখল করে রূপো জয় জার্মানির । ভারতীয় অলিম্পিক হকির ইতিহাস তিন ধাতুতে সুসজ্জিত অর্থাৎ , সোনা, রুপো , এবং ব্রোঞ্জ তিনটি পদকেই । পুরুষদের হকিতে জয়লাভের তালিকায় সবমিলিয়ে মোট ১৩ টি অলিম্পিক্ পদক রয়েছে ভারতের। হকিতে ভারত ৮ বার সোনা , ১ বার রুপো সহ ২০২৪ অলিম্পিক্স হকি মিলিয়ে মোট চারটি ব্রোঞ্জ পদক লাভ করে।
প্যারিস অলিম্পিক হকিতে এই জয়ের পর দলের গুরুত্বপূর্ণ সদস্য পিআর শ্রীজেশ অবসর নেন।স্বাভাবিকভাবেই এইবারের অলিম্পিকটা অত্যন্ত জরুরী ছিল তার কাছে কারণ এটাই ছিল শ্রীজেশ এর শেষ অলিম্পিক।এদিকে হকি ইন্ডিয়ার পক্ষ থেকে পরবর্তী অলিম্পিকেও হরমনপ্রীত কেই অধিনায়ক পদে রেখে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়।