প্যারিস অলিম্পিক,২০২৪ : ইতিহাস গড়লেন ভারতীয় শ্যুটার

যুগবীক্ষন ডিজিটাল নিউজ ব্যুরো :  প্যারিস অলিম্পিক – এ  ইতিহাস গড়লেন মনু ! হরিয়ানার শুটার  মনু ভাকের।স্বাধীনতার পরে একমাত্র ভারতীয় হিসাবে একই অলিম্পিকে জোড়া পদক জিতলেন হরিয়ানার এই  শুটার।সেই সঙ্গে   চলতি প্যারিস  অলিম্পিকে দ্বিতীয় পদক পেল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ জিতল মনু ভাকের-সরবজ্যোত সিং জুটি।  ব্রোঞ্জ মেডেলের  ম্যাচে ভারতীয় জুটি দক্ষিণ কোরিয়াকে ১৬-১০ -এ  হারিয়েছে ।

১৯০০ সালে ভারতীয় হিসাবে একাধিক পদক জয়ের  নজির ছিল নর্ম্যান প্রিচার্ডের। সেবার অলিম্পিকে  দুটি রুপো জিতেছিলেন তিনি। তবে সেসময় ভারত ছিল ব্রিটিস শাসিত। স্বাধীনতার পরে আর কোনও ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক থেকে জোড়া পদক জয় করতে পারেন নি। সেই ‘অসাধ্য’ সাধন করলেন ভারতের শুটার মনু।  পদক জয়ের ম্যাচে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। প্রথম শটেই কোরিয়ার থেকে পিছিয়ে পড়েন মনুরা । তবে ভারতীয় জুটির দ্বিতীয় শট থেকে  দুরন্ত কামব্যাক। প্রথম পাঁচ শটের পরই  ব্রোঞ্জ পদক নিশ্চিত করে ফেলে ভারত।

চলতি অলিম্পিকে  আরও এক রেকর্ডের মালিক হয়েছেন মনু। জোড়া পদক জিতে সুশীল কুমার এবং পিভি সিন্ধুর সঙ্গে একসারিতে বসলেন তিনি।  ২০০৮ সালে বেজিংয়ে ব্রোঞ্জের পর ২০১২ সালে লন্ডনে রুপো পেয়েছিলেন কুস্তিগির সুশীল কুমার। অন্যদিকে, ২০১৬ রিওতে রুপোর পরে ২০২০ টোকিওতে ব্রোঞ্জ এসেছিল সিন্ধুর ঝুলিতে। কিন্তু একই অলিম্পিকে দুটি পদক জিতে দুই পূর্বসূরিকে ছুঁয়ে ফেললেন মনু। এক্ষেত্রে উল্লেখযোগ্য ,চলতি অলিম্পিকে আবারও পদক জয়ের সম্ভাবনা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *