যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক (Dial : 7604097600)
●প্রতিবেদন : তিস্তা মন্ডল
●ডিজিটাল উপস্থাপনা : লাবনী দে
কলকাতা , ৬ আগস্ট : আপামর বাঙালির ম্যাটিনি আইডল চিরনায়ক, মহানায়ক উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের আকাশে তিনি ধ্রুবতারা। সমগ্র বাংলা চলচ্চিত্র জগত আজও উত্তমময় । তাই তো জন্মের প্রাক শতবর্ষে দাড়িয়েও আজও তিনি উত্তম, অতি উত্তম।

প্রতি বছরের ন্যায় এ বছরও মহানায়কের প্রাক জন্মশত বর্ষ অর্থাৎ ৯৯ তম জন্ম দিবসে উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির পরিচালনায় গত ৩ সেপ্টেম্বর, বুধবার, উত্তম মঞ্চে খ্যাতনামা ও উদীয়মান শিল্পীদের নিয়ে আয়োজিত হল এক মনোজ্ঞ স্যাংসাংস্কৃতিক অনুষ্ঠান। মহানায়ক অভিনীত কালজয়ী ছায়াছবির গানে গানে স্মরণে বরণে ভাস্বর হয়ে ওঠে সমগ্র উত্তম স্মরণ সন্ধ্যা।
এদিনের এই স্বর্ণালী স্মরণ সন্ধ্যায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কার্তিক বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র উত্তম স্মরণ অনুষ্ঠানটিকে গানে- গানে মুখরিত করে তোলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত , শ্রাবণী সেন, সিসপ্রিয়া ব্যানার্জি সহ গুণী শিল্পীবৃন্দরা ।অনুষ্ঠান প্রাঙ্গনে উত্তম প্রিয় সাধারণ মানুষদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মত।