যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক:
কলকাতা,৭ ডিসেম্বর : সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবলল ! তবে শুধু বাঙালি নয় , ২০২৬-এ ১১ জুন থেকে ফুটবল জ্বরে কাঁপবে গোটা বিশ্বই !তার সঙ্গে প্রবল বেগে – আবেগে মেতে উঠবে আমি বাঙালি! শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ।
যদিও এখনও সাত মাস বাকি আছে বিশ্বকাপের, এরই মাঝে শুক্রবার আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে হয়ে গেল ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। ফলে কোন দেশ কাদের বিরুদ্ধে খেলবে তা নির্ধারিত হয়ে গেছে । গ্রুপ বিন্যাসে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানরা।

প্রথমবার ৪৮ টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। ২০২৬ – এ বিশ্বকাপের থিম সং ডিজায়ার। আগামী বছর ১১ জুন বিশ্বকাপ শুরু হচ্ছে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। অপরদিকে দুই আয়োজক দেশ কানাডা এবং আমেরিকা, কানাডা ম্যাচ খেলবে উয়েফা প্লে অফ এর বিজয়ী দলের বিরুদ্ধে এবং অপরদিকে আমেরিকার প্রতিপক্ষ প্যারাগুয়ে । এই দুটি খেলা হবে ১২ জুন। ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে। তারকা ফুটবলার মেসির দল আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে গেল:
গ্রুপ এ: মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, কোরিয়া প্রজাতন্ত্র, উয়েফা প্লে-অফ ডি বিজয়ী।
গ্রুপ বি: কানাডা, উয়েফা প্লে-অফ এ বিজয়ী, কাতার, সুইজারল্যান্ড।
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
গ্রুপ ডি: আমেরিকা, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, উয়েফা প্লে-অফ সি বিজয়ী।
গ্রুপ ই: জার্মানি, কুরাসায়ো, আইভরি কোস্ট, ইকুয়েডর।
গ্রুপ এফ: নেদারল্যান্ডস, জাপান, উয়েফা প্লে-অফ বি বিজয়ী, টিউনিশিয়া।
গ্রুপ জি: বেলজিয়াম, মিশর, ইরান, নিউ জিল্যান্ড।
গ্রুপ এইচ: স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে।
গ্রুপ আই: ফ্রান্স, সেনেগাল, ফিফা প্লে-অফ ২ বিজয়ী, নরওয়ে।
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান।
গ্রুপ কে: পর্তুগাল, ফিফা প্লে-অফ ১ বিজয়ী, উজবেকিস্তান, কলম্বিয়া।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।
এবার থেকে ফিফা শান্তি পুরস্কার চালু করেছে। এই পুরস্কারের প্রথম প্রাপকই ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফা শান্তি পুরস্কার পেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর সঙ্গে তার বন্ধুত্বের কথা অজানা নয়। এইদিন ট্রাম্পের গলায় সোনার পদক পরিয়ে দেন ইনফ্যান্টিনো।সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবলল ! তবে শুধু বাঙালি নয় , ২০২৬-এ ১১ জুন থেকে ফুটবল জ্বরে কাঁপবে গোটা বিশ্বই !তার সঙ্গে প্রবল বেগে – আবেগে মেতে উঠবে আম বাঙালি! শুরু হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ ।
যদিও এখনও সাত মাস বাকি আছে বিশ্বকাপের, এরই মাঝে শুক্রবার আমেরিকার ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে হয়ে গেল ফুটবল বিশ্বকাপের গ্রুপ বিন্যাস। ফলে কোন দেশ কাদের বিরুদ্ধে খেলবে তা নির্ধারিত হয়ে গেছে । গ্রুপ বিন্যাসে উপস্থিত ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দুই আয়োজক দেশ মেক্সিকো ও কানাডার রাষ্ট্রপ্রধানরা।
প্রথমবার ৪৮ টি দেশ নিয়ে বিশ্বকাপ আয়োজন করা হচ্ছে। ২০২৬ – এ বিশ্বকাপের থিম সং ডিজায়ার। আগামী বছর ১১ জুন বিশ্বকাপ শুরু হচ্ছে মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। অপরদিকে দুই আয়োজক দেশ কানাডা এবং আমেরিকা, কানাডা ম্যাচ খেলবে উয়েফা প্লে অফ এর বিজয়ী দলের বিরুদ্ধে এবং অপরদিকে আমেরিকার প্রতিপক্ষ প্যারাগুয়ে । এই দুটি খেলা হবে ১২ জুন। ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর সঙ্গে। তারকা ফুটবলার মেসির দল আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে।
এক ঝলকে দেখে নেওয়া যাক কোন দল কোন গ্রুপে গেল:
এবার থেকে ফিফা শান্তি পুরস্কার চালু করেছে। এই পুরস্কারের প্রথম প্রাপকই ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফা শান্তি পুরস্কার পেয়ে গেল ডোনাল্ড ট্রাম্প। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনোর সঙ্গে তার বন্ধুত্বের কথা অজানা নয়। এইদিন ট্রাম্পের গলায় সোনার পদক পরিয়ে দেন ইনফ্যান্টিনো।