বঙ্গে ভোটের আগেই কেন্দ্রের ‘বন্দে ভারত ‘ উপহার : কত ভাড়ায় ,কত গতিতে বাংলার কোন কোন জায়গা ছুঁয়ে ছুটবে বন্দে ভারত ?

কলকাতা,৪ জানুয়ারি : বাংলার জন্য ভোট পূজোর উপহার ! বিধানসভা নির্বাচন বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন ।এরই মাঝে নতুন বছরে খুশির খবর শোনালো ভারতীয় রেল। কেন্দ্রের বন্দে ভারত এবার চলবে বাংলায়! আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা এর পরেই দেশের মধ্যে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে রাজ্যে। বাংলার সঙ্গে উত্তর-পূর্ব ভারতের সংযোগ স্থাপন করবে এই ট্রেন। সূত্রের খবর, হাওড়া স্টেশন থেকে ছাড়বে বন্দে ভারত , এটি হুগলি ,পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদহ, জলপাইগুড়ি এবং কোচবিহার হয়ে অসমের বনগাইগাঁও এবং কামরূপ মেট্রোপলিটন জেলা হয়ে ছুটবে। হাওড়া থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত এবার কম খরচে মিলতে চলেছে উন্নততর পরিষেবা।

কিছুদিন আগে নতুন বন্দে ভারত স্লিপারে ওয়াটার টেস্ট করা হয়, টেস্টিং এর এই ভিডিওটি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে তার সমাজ মাধ্যমে দিয়েছিলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছিল ঘন্টায় ১৮০ কিলোমিটার গতি বেগে ট্রেনটিকে চালানো হলেও গ্লাস থেকে একটুকু জল পড়ছে না। কোটা থেকে নাগদা সেকশনে ট্রেনটি পরীক্ষা করা হয়। পরীক্ষায় ভালোভাবেই উত্তীর্ণ হয়েছে বন্দে ভারত স্লিপার। এই টেস্টের পরেই গুয়াহাটি থেকে কলকাতা বন্দে ভারত স্লিপারের ঘোষণা করেন রেলমন্ত্রী। দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন গুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। যা নিঃসন্দেহে দেশে পরিবহন ব্যবস্থায় রেল পরিষেবায় গতি এনেছে। ১৬ কোচের এই ট্রেনটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এছাড়াও কবচ, এমার্জেন্সি টক , ব্যাক সিস্টেমের মতো অত্যাধুনিক সমস্ত পরিষেবাই যাত্রীরা এই ট্রেনে পাবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ১৬ টি কোচের মধ্যে ১১ টি এসি থ্রি টায়ার , চারটি এসি টু টায়ার এবং একটি ফাস্ট ক্লাস এসি কোচ থাকবে বলে জানা যাচ্ছে। যদিও এখনও এই নয়া ট্রেনের টাইম টেবিল ঘোষণা হয়নি ।

নয়া এই ট্রেনে একসঙ্গে ৮২৩ জন যাত্রী যাত্রা করতে পারবেন বলে জানা যাচ্ছে। ভাড়াও থাকছে মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে। এক্ষেত্রে থ্রি এসির ভাড়া ২,৩০০ টাকা, টু এসির ভাড়া ৩০০০ টাকা, এবং ফার্স্ট এসির ভাড়া ৩,৬০০ টাকা পড়তে পারে বলে জানা যাচ্ছে। আগামী দিন পনেরোর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বন্দে ভারত স্লিপারের শুভ উদ্বোধন হতে চলেছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে , সময় চূড়ান্ত হলেই উদ্বোধন সূচি ঘোষণা করা হবে। তবে চলতি মাসের ১৭ বা ১৮ তারিখ সম্ভবত নয়া এই ট্রেনের উদ্বোধন হতে পারে বলে জানা যাচ্ছে।●

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *