বাংলায় SIR শুরু ১ নভেম্বর ! ২৬ এর বিধানসভা ভোটের আগে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর রাজ্য নির্বাচন দপ্তরের সিইওর তরফে জেলা নির্বাচনি আধিকারিকদের কাছে বকেয়া কাজ শেষ করার কথা জানিয়ে দিয়েছেন। আজ, শুক্রবার থেকে মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তর ২৪ ঘন্টা খোলা থাকবে।SIR-সম্পর্কিত কাজে জড়িত সমস্ত কর্মীদের অফিসে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রতিটি জেলা নির্বাচন কর্মকর্তা (DEO) এবং নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ERO) কে SIR-সম্পর্কিত বিষয়গুলির জন্য তাদের অফিসে একটি হেল্প ডেস্ক তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। SIR-এর আনুষ্ঠানিক ঘোষণার পরদিন সর্বদলীয় বৈঠক ডাকা হবে। রাজ্য স্তরে সিইও নিজে ও জেলা স্তরে জেলাশাসকরা এই বৈঠক ডাকবেন। সভাগুলির সমস্ত আলোচনা এবং সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানাতে হবে।

প্রসঙ্গত ,কিছুদিন আগেই এসআইআরের পর বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। এসআইআর এর সেই তালিকা থেকে মৃত ,জাল ও অবৈধ ভোটার ইত্যাদি সব মিলিয়ে প্রাথমিক ভাবে ৬৫ লক্ষ নাম বাদ যায়। এসআইআর নিয়ে নির্বাচন কমিশন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে রীতিমতো চাপানউতোর শুরু হয়।পরে অবশ্য সেই সংখ্যা কিছুটা কমে। এনিয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে যার শুনানি এখনও চলছে।বাংলায় SIR কালীন পরিস্থিতি কি রূপ ধারণ করে তা সময় বলবে। তবে বাংলার মানুষ যে তীব্র রাজনৈতিক চাপানউতোর , হৈহট্টগোলের প্রহর গুনছে ,এ বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *