বাংলা সিনেমায় নয়া নজির দেব এর : গভীর রাতেও ‘খাদান’ প্রথম শো হাউসফুল , ভক্তদের মধ্যে প্রবল উচ্ছ্বাস

যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (Whatsap : 604097600 / 7365021506)

কলকাতা ২০ ডিসেম্বর : দক্ষিণী এবং হিন্দি সিনেমার সিনেমার পর এবার বাংলা সিনেমাতেও ! রাত ২ টোর শো তেই বাজিমাত ! এবার খবরের শিরোনামে দেব । মুক্তি পেলো বাংলা চলচ্চিত্রের সুপারস্টার দেব এর বহু প্রতিক্ষিত ছবি ‘খাদান’। বৃহস্পতিবার রাত ২ টোয় ছিল ‘খাদান’ এর প্রথম শো, তাতেই তুমুল সারা পড়ে গেছে ভক্ত মহলে। বর্তমানে বিপুল জনপ্রিয় দক্ষিণী সিনেমা ‘পুষ্পা ২’ কে কেন্দ্র করে দুদিন আগে পর্যন্ত হল না পাওয়ার অভিযোগ ছিল দেবের । সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডেল থেকে ক্রমাগত অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিতে থাকেন দেব, যে কারও বাড়ির কাছাকাছি হলগুলিতে ‘খাদান’ না এলে তাঁর সাথে যোগাযোগ করতে। ঠিক এই একই রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছে বহুরূপীর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় কেও । তাঁর তরফ থেকেও এই একই অভিযোগ উঠে আসে সমসাময়িক সময় চলা হিন্দি ছবি ‘ভুলভুলাইয়া ৩’ এর জন্য হল না পাওয়ার সমস্যার।

কলকাতার নয়, উত্তর দিনাজপুরের রায়গঞ্জের একটি পেক্ষাগৃহ এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। প্রেক্ষাগৃহটিতে মোট ১৫৯ টি আসন রয়েছে। এখানে বুধবার থেকে শুরু হয়ে যায় ‘খাদান’ ছবির অগ্রিম টিকিট বিক্রি। আর তাতেই হাউসফুল শো।এই প্রেক্ষাগৃহের পরিচালনার দায়িত্ব রয়েছে প্রযোজনা সংস্থা এসভিএফ। প্রথম শোতেই ভক্তদের এই অভূতপূর্ব ভালোবাসা দেবও তার সোশ্যাল মিডিয়ায় যথারীতি শেয়ার করেন। রাত ২ টোয় দেবের ‘খাদান’ সিনেমার ফার্স্ট শো হাউসফুল হওয়ার খবরটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিভিন্ন অভিনেতা এবং পরিচালকরা দেবকে শুভেচ্ছা জানাতে শুরু করেন।

রাজ্যের প্রায় ১৪০ টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘খাদান’, শুক্রবার, ২০ ডিসেম্বর থেকে বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এই ছবি। এছাড়াও বড়দিনের আবহে বড় পর্দায় মুক্তি পেল আরও তিনটি বাংলা ছবি , এগুলি হল- ‘সন্তান’ ,’চালচিত্র’, ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’। এর আগে শাহরুখ খান এর জওয়ান এর প্রথম শো ছিলো ভোর ৫ টায় , দক্ষিণী ছবি পুষ্পা ২ এর ভোর ৬ টায়। কিন্তু বলাবাহুল্য বাংলা ছবির ক্ষেত্রে এই প্রথম ট্রেন্ড ব্রেকিং প্রথম শো টাইম। বাংলা সিনেমা জগতে খাদান শুরুতেই এক নজির গড়ল বৈকি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *