যুগবীক্ষন ডিজিটাল নিউজ ডেস্ক :
Authored by : Tista Mondal ● Editing & Graphix : Laboni De

কলকাতা,২২ ডিসেম্বর : সাধারণ মানুষের যোগাযোগের একটি বড় মাধ্যম রেল। এবার ভারতীয় রেল নতুন হারে টিকিটের দামের তালিকা প্রকাশ করেছে। স্বল্প দূরত্বের ভ্রমণ, শহরতলী ট্রেন এবং মান্থলি টিকিটের ভাড়া অপরিবর্তিত থাকছে। আগামী ২৬ ডিসেম্বর ২০২৫ থেকে সংশোধিত এই ভাড়া কাঠামো কার্যকর হতে চলেছে।
ভারতীয় রেল দূরপাল্লার যাত্রীদের জন্য নতুন কাঠামো অনুযায়ী ২১৫ কিলোমিটার পর্যন্ত ভ্রমণকারী সাধারণ শ্রেণীর যাত্রীদের টিকিটের মূল্যও অপরিবর্তিত থাকছে। তবে ২১৫ কিলোমিটারের বেশি দূরত্বে জেনারেল ক্লাসের যাত্রীদের প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং মেল ও এক্সপ্রেস ট্রেনের নন – এসি কোচে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে ভাড়া বৃদ্ধি পেতে চলেছে। নতুন এই কাঠামো অনুযায়ী, বৃদ্ধির ফলে ৫০০ কিলোমিটার নন -এসি দূরত্বের যাত্রায় একজন যাত্রীকে অতিরিক্ত প্রায় ১০ টাকা দিতে হবে। ২০২৪-২৫ অর্থবর্ষে রেল পরিচালনার মোট ব্যয় ২.৬৩ লক্ষ কোটি টাকাতে দাঁড়িয়েছে, যা বিপুল আর্থিক চাপ সৃষ্টি করেছে। ক্রমবর্ধমান ব্যয় মেটাতে ভারতীয় রেল পণ্য পরিবহন বৃদ্ধিতে জোর দিচ্ছে এবং যাত্রী ভড়ার সীমিত সমন্বয় কেও একটি কৌশল হিসেবে দেখছে। সর্বশেষ ভাড়া বৃদ্ধির ফলে রেলওয়ের বার্ষিক আয় ৬০০ কোটি টাকা বৃদ্ধি পাবে।
দেশের একটি বৃহৎ অংশের মানুষের নির্ভরযোগ্য যোগাযোগ মাধ্যম হলো এই রেল। সেই জায়গা থেকে এই ভাড়া বৃদ্ধি নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য নিঃসন্দেহে একটি বড় বিষয়। এর আগে রেলওয়ে জুলাই মাসে ভাড়া বাড়িয়ে ছিল। মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলিতে শীততাপ নিয়ন্ত্রণ নয় অর্থাৎ নন – এসি এমন ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১ পয়সা এবং এসি ক্লাসে ভ্রমণের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে ২ পয়সা করে বাড়ানো হয়েছিল। যদিও এবিষয় রেলের তরফে জানানো হয়েছে, যে গত দশকে রেলের নেটওয়ার্কেও কার্যক্রমে উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটেছে , একই সঙ্গে নিরাপত্তা ও পরিচালন দক্ষতা বাড়াতে বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এই বর্ধিত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জনবল বৃদ্ধি করা হয়েছে, যা পরিচালন ব্যয়ের তীব্র বৃদ্ধি ঘটিয়েছে।●