যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো
Report: Tista Mondal ● Digital Editing : Laboni Dey
কলকাতা ,১১ অক্টোবর:বড় ঘোষণা এসএসসির । শুরু হতে চলেছে গ্রুপ সি ও ডি এর পরীক্ষার ফর্ম ফিলাপ! নোটিশ জারি করে এবার চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করলো এসএসসি, একইসঙ্গে সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে শীর্ষ আদালতের রায়, যারা দাগি হিসেবে চিহ্নিত তারা এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না।

প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত ৩এপ্রিল ২০১৬ সালের এসএসসি নিয়োগ মামলায় শিক্ষকদের পাশাপাশি গ্রুপ সি ও ডি পদের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট এবং একই সঙ্গে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশও দিয়েছিল শীর্ষ আদালত । আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশও দিয়েছিল আদালত । কার্যত এর আগে গত মাসে ফর্ম ফিলাপের সময় ঘোষণা করলেও সেই সময় তা শুরু করতে পারেনি এসএসসি , এবার আগামী মাস থেকেই ফর্ম ফিলাপ প্রক্রিয়া শুরু হবে বলে জানা যাচ্ছে ।
সুপ্রিম কোর্টের নতুন নির্দেশ অনুযায়ী গত ৭ ও ১৪ই সেপ্টেম্বর দুই দফায় হয়ে গেল নবম- দশম এবং একাদশ- দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার শুরু হতে চলেছে গ্রুপ সি এবং ডি এর নিয়োগ প্রক্রিয়া। সূত্রের খবর, আগামী ৩ রা নভেম্বর থেকে শুরু হতে চলেছে ফর্ম ফিলাপ, এক্ষেত্রে জেনারেলদের জন্য ফর্মের মূল্য ৪০০ টাকা এবং এসসি এসটিদের জন্য ১৫০ টাকা ধার্য করা হয়েছে।গ্রুপ সি তে শূন্য পদের সংখ্যা ২৯৮৯ এবং গ্রুপ ডি তে শূন্য পদের সংখ্যা ৫৪৮৮। এক্ষেত্রে রিজিয়ন এবং মাধ্যম অনুযায়ী আলাদা করে শূন্য পদের তালিকা প্রকাশ করা হয়েছে।