যুগবীক্ষণ নিউজ ব্যুরো( — (Dial :7604097600 ; Whatsap–7365021506 )
কলকাতা, ১৭ জানুয়ারী :মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিষাক্ত স্যালাইনএ প্রোসূতি মামনি রুইদাসের মৃত্যু কান্ডে এম এস ভি পি এবং বিভাগীয় প্রধান সহ একসঙ্গে 12 জন ডাক্তারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
মুখ্যসচিব ও স্বাস্থ্য সচিবের সম্মিলিত তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে, এই সাসপেনশন ।
এক ঝলকে যারা সাসপেন্ড হলেন :
সাসপেন্ড হওয়া ডাক্তাররা হলেন ড: সোমেন দাস,ড: দিলীপ কুমার পাল,ড: হিমাদ্রী নায়েক,ড: মহম্মদ আলা উদ্দিন (বিভাগীয় প্রধান ),ড:জয়ন্ত কুমার রাও(MSVP মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল), ড: পল্লবী ব্যানার্জি, ড: মৌমিতা মন্ডল (পি জি টি ), ড: ভাগ্যশ্রী কুন্ডু ( পি জি টি , তৃতীয় বর্ষ ),ড: সুশান্ত মন্ডল (পি জি টি প্রথম বর্ষ ),ড: পূজা সাহা , ড: মনীষ কুমার, এবং ড: জাগৃতি ঘোষ ।প্রসঙ্গত সিআইডিকে এই সংক্রান্ত ফৌজদারি মামলা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে ।