যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ডেস্ক :
Report : Niranjan Dey ● Digital Arrangement : Tista Mondal ● Editing & Graphix : Laboni De
কলকাতা ,৮ ডিসেম্বর:
কথা হচ্ছে ভারতীয় ক্রিকেটের রাজপুত্র বিরাট কোহলিকে নিয়ে।হঠাৎই দীর্ঘদিনের, দীর্ঘা আট বছরের সম্পর্ক ভঙ্গ করলেন তিনি ! ২০১৭ সালে পিউমার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন ভারতীয় ক্রিকেটের অন্যতম মুখ বিরাট কোহলি। তার প্রথম চুক্তির পরিমাণ ছিল ১১০ কোটি টাকা। বিগত ৮ বছর ধরে পিউমার সঙ্গেই চুক্তিবদ্ধ ছিলেন তিনি। পিউমার সঙ্গে যুক্ত থেকেই কোহলি তার ওয়ান এইট সংস্থা শুরু করেন। এবার দীর্ঘ ৮ বছর ধরে পিউমার সঙ্গে যাত্রা ভঙ্গ করলেন কোহলি। ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারীর সংস্থা পিউমার চুক্তি কোহলি আর নবীকরণ করেননি বলে জানা যাচ্ছে ।

চুক্তি নবীকরণের জন্য প্রায় ৩০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছিল কিং কোহলিকে, কিন্তু কোহলি তাতে রাজি হয়নি বলে জানা যাচ্ছে। এর কারণ হিসেবে জানা যাচ্ছে, তিনি কথা দিয়েছিলেন ভারতীয় সংস্থা এজিলিটাস স্পোর্টস কে। সোমবার, ৮ ডিসেম্বর কোহলি তার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে এজিলিটাস স্পোর্টস এর সঙ্গে নিজের সংযুক্তির কথা ঘোষণা করেন। একইসঙ্গে এই সংস্থায় বিনিয়োগ করার পাশাপাশি , সংস্থার ব্যান্ড অ্যাম্বাসেডর ও যে কোহলি সেই কথাও নিজেই জানিয়েছে তিনি।
বিরাট এজিলিটাস স্পোর্টসে প্রায় ৪০ কোটি টাকা বিনিয়োগ করেছে বলে জানা যাচ্ছে। এই সংস্থার কর্ণধার অভিষেক গঙ্গোপাধ্যায় যিনি এক সময় পিউমার ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ম্যানেজিং ডিরেক্টর ও ছিলেন। পরবর্তীতে সেখান থেকে বেরিয়ে এসে অভিষেক নিজের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারীর সংস্থা এজিলিটাস স্পোর্টস খুলেছেন। ভারতীয় সংস্থার সঙ্গে মেলবন্ধনের কারণেই দীর্ঘ ৮ বছর ধরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করা পিউমার প্রস্তাব ফেরালেন কোহলি।●