Authored by : Tista Mondal
Edited by : Laboni Dey
যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো (Dial : 7604097600)
কলকাতা ১৩ সেপ্টেম্বর :কয়েকদিন আগেই গত পূর্ণিমাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী থেকেছে দেশ।দেখা গিয়েছিলো বিরল ‘ব্লাড মুন’ অর্থাৎ লাল চাঁদ এবার পালা সূর্যগ্রহণের।শুভ মহালয়ার দিন অর্থাৎ২১ সেপ্টেম্বর ২০২৫ সালের শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে।

সূর্যগ্রহণ কী
পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে এবং চন্দ্র, পৃথিবী ও সূর্যের মাঝে এসে ছায়ার সৃষ্টি করে তখন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছায় না। এই মহাজাগতিক ঘটনাই হল সূর্যগ্রহণ ।
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ
পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যায় যখন সূর্য, পৃথিবী ও চাঁদ সম্পূর্ণভাবে একই সরলরেখায় আসে । সেক্ষেত্রে সূর্যের আলো চাঁদের দ্বারা পুরোপুরি বাধা পায়। ফলে কিছুক্ষণের জন্য সূর্যের আলো দেখতেই পাওয়া যায় না। তখন অন্ধকার নেমে আসে দিনের বেলায়।
আংশিক সূর্যগ্রহণ
সূর্যের আলো যখন চাঁদের জন্য পৃথিবীতে আসতে বাধা পেলেও, একটা অংশের আলোয় শুধুমাত্র বাধা পায়, তখন এই ধরনের সূর্যগ্রহণ দেখা যায়। অর্থাত্ এক্ষেত্রে সূর্যের একটা অংশ চাঁদের জন্য ঢাকা পড়ে আর বাকি অংশ দেখা যায়।সূর্যকে অর্ধেক খাওয়া ফলের মতো দেখতে লাগে এই আংশিক গ্রহণে ।
ভারতীয় সময়ানুসারে মহালয়ার দিনে রাত ১১টা থেকে ২২ সেপ্টেম্বর ভোররাত ৩টে ২৪ মিনিট পর্যন্ত সূর্য গ্রহণ হবে। এটি আংশিক সূর্য গ্রহণ হতে চলেছে, যাতে চাঁদ সূর্যের কিছু অংশ ঢেকে দেবে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু অংশ, আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা যাবে। এছাড়া প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর থেকে এই মহাজাগতিক ঘটনা দেখা যেতে পারে।
তবে ভারতে সূর্য গ্রহণ দৃশ্যমান হবে না।অন্য কোনও এশীয় দেশ থেকেই এই সূর্যগ্রহণ দেখা যাবে না। সূর্যগ্রহণ যখন হবে, তখন ভারতে তখন রাত।যেহেতু সূর্যগ্রহণ যদি দিনের বেলা হয় তখনই দেখা যায় তাই সূর্য গ্রহণ দেখা যাবে না এদেশ থেকে।প্রসঙ্গত সূর্যগ্রহণ দেখা যাবে না বলে, গ্রহণের আগে সূতক কাল পালনেরও কোন ব্যাপার নেই।
•