মহিলা ক্রিকেট বিশ্বকাপে ম্যাচ হেরেও বিশ্ব রেকর্ড গড়লেন মন্ধানা : হারালেন বিরাট কোহলিকেও

আজ বিশাখাপত্তনমে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ৪৮.৫ ওভারে ৩৩০ রানে অল আউট হয়ে যায় হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল।মন্ধানা ৯টি চার ও তিনটি ছয়ের সাহায্যে ৬৬ বলে ৮০ রান করেন। অপর ওপেনার প্রতীকা রাওয়াল করেন ৯৬ বলে ৭৫। হারলীন দেওল ৩৮, অধিনায়ক হরমনপ্রীত কৌর ২২, জেমাইমা রডরিগেজ ৩৩, রিচা ঘোষ ৩২, আমনজ্যোৎ কৌর ১৬ রান করেন। ৫.৫ ওভারে ৩৬ রান ওঠার ফাঁকে শেষ ছয় উইকেট হারায় ভারত। অ্যানাবেল সাদারল্যান্ড পাঁচটি ও সোফি মোলিনাক্স তিনটি উইকেট দখল করেন। ৬ বল বাকি থাকতেই রেকর্ড রান তাড়া করে অজিরা তিন উইকেটে জয় ছিনিয়ে নেয় । ২১টি চার ও তিনটি ছয়ের সাহায্যে হিলি একাই করলেন ১০৭ বলে ১৪২। স্বাভাবিকভাবেই তিনি ম্যাচের সেরা। এলিস পেরি ৪৭ রানে অপরাজিত থাকেন। অ্যাশলে গার্ডনার ৪৫ ও ফোবে লিচফিল্ড ৪০ রান করেন।ভারতের বোলারদের মধ্যে শ্রী চরণী তিনটি এবং আমনজ্যোৎ কৌর ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট দখল করেন।

স্মৃতি মন্ধানাম্যাচ শেষপর্যন্ত হেরে গেলেও দিনটি যে শুধুমাত্র অস্ট্রেলিয়ার সেটা বলা যাবে না । গতকাল মহিলাদের একদিনের ক্রিকেটে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের দ্রুততম এবং কনিষ্ঠ হিসেবে ২৯ বছরের স্মৃতি মন্ধানা। একদিনের ক্রিকেটে দ্রুততম ৫০০০ রান গড়ার বিশ্বরেকর্ড গড়লেন তিনি। ১১২ টি ইনিংসে ৫০০০ রানের মাইলফলক গড়লেন স্মৃতি। পুরুষ ও মহিলাদের একদিনের ক্রিকেট মিলিয়ে এই তালিকায় এর আগে শুধু রয়েছেন পাকিস্তানের বাবর আজম এবং দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা।এই তালিকায় স্মৃতির ঠিক পরেই রয়েছেন বিরাট কোহলি তিনিও ভারতীয় ব্যাটারদের মধ্যে ১১৪টি একদিনের ইনিংসে ৫০০০ রানের মাইলফল কে পৌঁছে ছিলেন, এর ঠিক পরেই রয়েছেন শিখর ধাওয়ান ১১৮টি ইনিংসে তিনিও ৫০০০ রানের মাইলফলক গড়েছিলেন। মহিলাদের একদিনের ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে এক বছরে ১০০০ রান গড়লেন মান্ধানা। এর আগে এক ক্যালেন্ডার বছরে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার বেলিন্দা ক্লার্ক, ১৯৯৭ সালে ১৬ টি একদিনের ম্যাচে ৯৭০ রান গড়েছিলেন তিনি। তারপর থেকে ২৮ বছরে কেউ এই গণ্ডি পার করতে পারেননি। ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট ১৮ ম্যাচে ৮৮২ রান গড়েছিলেন, যদিও ক্লার্কের রেকর্ড ভাঙতে পারেননি। অবশেষে সকলকে ছাপিয়ে গিয়ে ২০২৫ এ সেই রেকর্ড ভাঙলেন স্মৃতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *