মানবিক মুখ্যমন্ত্রী:SIR-এ মৃত BLO এবং আতঙ্কে মৃত ব্যক্তিদের বড় আর্থিক সাহায্য মমতার – সাহায্য অসুস্থদেরও

কলকাতা , ৩ ডিসেম্বর : মানবিক মমতা।মানবিক রাজ্য সরকার ! SIR আতঙ্কে যাঁরা আত্মহত্যা করেছেন বা চাপের কারণে মারা গিয়েছেন তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। SIR-এ কর্মরত অবস্থায় মৃত BLO-দের পরিবারকেও আর্থিক সাহায্যের বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । মঙ্গলবার নবান্নে তিনি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের ১৪ বছরের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। সেখানেই বিএলও এবং SIR আতঙ্কে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মমতা। রাজ্যের মুখ্যসচিবকে মমতার আরও নির্দেশ, SIR-এর কাজ করতে গিয়ে যে সব বিএলও হাসপাতালে ভর্তি বা আহত তাঁদের ১ লাখ টাকা করে দিতে হবে। সমপরিমাণ টাকা পাবেন আহত ব্যক্তিরাও।

মমতা বলেন, ‘রাজ্যে SIR-এ অনেক মানুষ মারা গিয়েছেন। সুইসাইড করেছেন। তাঁদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল। বিএলওরাও মারা গিয়েছে। মৃত বিএলওদের মধ্যে দুটি পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। একজনের পরিবার বাকি আছে। চাইলে দিয়ে দেওয়া হবে। অনেকে সম্মানের সঙ্গে টাকা নিতে চান না। আর যে সব বিএলও আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁদের এক লক্ষ টাকা করে দেওয়া হবে।’

তিনি আরও জানান, SIR আতঙ্কে যে সব মানুষ আহত হয়েছেন, আত্মহত্যার চেষ্টা করেছেন তাঁদেরও আর্থিক সাহায্য করা হবে। বলেন, ‘SIR আতঙ্কে এখনও অনেকে হাসপাতালে ভর্তি আছেন। আমি যতদূর জানি ৩৯ জন মারা গিয়েছেন। তাঁদের মধ্যে ১৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা সঙ্কটজনক। ৩ জন আত্মহত্য়া করতে গিয়েছিলেন। তাঁরাও হাসপাতালে ভর্তি। এঁদের সবাইকে ২ লাখ ও ১ লাখ টাকা করে দেওয়া হচ্ছে যাতে পরিবারগুলো ভাবতে পারে যে সরকার তাঁদের পাশে আছে।’
বলা বাহুল্য বছর ঘুরতেই বিধানসভা ভোটের আগে মমতা যেন কল্পতরু হয়ে উঠছেন যেটা বঙ্গবাসী আগেও দেখেছেন।ভোটের আগে রাজ্য রাজনীতিতে মমতার এই SIR অনুদান যে মাস্টার্ স্ট্রোক এবং বিরোধীদের বিশেষ করে বিজেপিকে যে যে যথেষ্ট ব্যাকফুটে ঠেলে দেবে সে বিষয়ে রাজনৈতিক মহলে সন্দেহের অবকাশ নেই।●
আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *