মারণ রোগের ছোবলে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নক্ষত্র পতন

          তিস্তা মন্ডল এর রিপোর্ট  

মারণ রোগ ক্যান্সার আবারও  কেড়ে নিল একটি তরতাজা প্রাণকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফের নামলো ঘন কালো  শোকের ছায়া। শনিবার ,১৩ জুলাই প্রয়াত হলেন আমেরিকান অভিনেত্রী শ্যানেন ডোহার্টি ।  ‘বেভারলি হিলস ৯০২০১০’ চলচ্চিত্রের মাধ্যমে সকলের মন জয় করে নেন শ্যানেন। এই চলচ্চিত্রটি ৯০ এর দশকের জনপ্রিয় চলচ্চিত্র গুলির মধ্যে অন্যতম ছিল। এখানে শ্যানেন হাই স্কুলের স্টুডেন্ট ‘ব্রেন্ডা ওয়ালস’ নামক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কেড়েছিলেন । এছাড়াও প্রু হ্যালিওয়েল ইন চার্মড  ,গার্লস জাস্ট ওয়ান্ট  টু হ্যাভ ফান ,হিদার  ডিউক ইন হিদার্স , এবং ফোর্ট্রেস  চলচ্চিত্রগুলিতে দক্ষতার সঙ্গে  অভিনয় করেছিলেন তিনি।

২০১৫ সালে তিনি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথাটি নিজেই প্রকাশ করেছিলেন। বেচে ফেরার অদম্য লড়াইয়ের আর শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত তাঁকে  মাথা নত করতে হলো এই মারণ রোগের কাছে।মাত্র  ৫৩ বছর বয়সে  জীবনে ইতি টানলেন শ্যানেন। সংবাদমাধ্যমে অভিনেত্রীর  প্রয়াত হওয়ার সংবাদটি জানান তার মুখপাত্র লেসলি স্লোণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *