যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো
নিউজ প্রেজেন্টেশন : তিস্তা মন্ডল ● লাবনী দে

কলকাতা,২৬ অক্টোবর: চেতলায় ,কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে নৃশংসভাবে খুনের অভিযোগ সামনে এলো।অপরাধের স্থান কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের ৮২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। ভয়াবহ মৃত্যু, গলায় শাবল ঢুকিয়ে খুন। মদের আসরে বচসা থেকেই গলায় শাবল ঢুকিয়ে খুন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
গতকাল অর্থাৎ শনিবার রাত সাড়ে ১১ টা নাগাদ চেতলা ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে অশোক পাসোয়ান নামের ওই ব্যক্তি বন্ধুদের সঙ্গে মদ্যপান করছিলেন। সেই সময়ে কোনও কারনে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। এই সময়েই মদ্যপানেরই এক সঙ্গী হঠাৎই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেন বলে অভিযোগ। সেই অবস্থায় রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার আহত সেই ব্যক্তি দৌড়ে যান বলে জানা যাচ্ছে। এরপর এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
শনিবার রাতে ঘটা এই হাড়হিম ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের দাবি, ওই ১৭ নম্বর বাস স্ট্যান্ড যেখানে এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে সেখানে প্রায় প্রতিদিনই মদের আসর বসে, এবং নানা কারণে বিবাদও হয়, তবে শনিবারের এহেন ঘটনা কেউই আশা করেননি। ঘটনাস্থলে রয়েছে পুলিশ, কি নিয়ে এই বচসা তা এখনো স্পষ্ট নয়। গতকালের মদের আসরে অশোক ছাড়া আর কে কে ছিলেন তা জানার চেষ্টা চলছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে আসল ঘটনাটি জানবার চেষ্টা করছেন তদন্তকারীরা, মৃতের পরিবারের সঙ্গেও কথা বলেছেন তাঁরা। ইতিমধ্যে পুলিশ যাদের আটক করেছে তাঁরা শনিবারের আসরে ছিল কিনা তা এখনো স্পষ্ট নয়।