যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো রিপোর্ট
তথ্য ও ডিজিটাল উপস্থাপনা : তিস্তা মন্ডল ● লাবনী দে

কলকাতা,২৩ অক্টোবর : ভাইফোঁটার দিনে বিশেষ মেট্রো পরিষেবা ভাই ফোঁটার দিন অর্থাৎ ২৩ শে অক্টোবর , বৃহস্পতিবার মেট্রোর ব্লু লাইন এবং গ্রীনলাইনে অন্যান্য দিনের তুলনায় কম সংখ্যক মেট্রো পরিষেবা মিলবে, অন্যদিন যেখানে ব্লু লাইনে ২৭২ টি পরিষেবা পাওয়া যায় সেখানে এদিন চলবে ১৮২ টি মেট্রো। ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর – শহীদক্ষুদিরাম গামী, মেট্রো চলাচলের সময়সূচি হল: নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো সকাল ৬: ৫০, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর গামী সকালের প্রথম মেট্রো ৬:৫৪, মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বরগামী সকালের মেট্রো ৬ঃ৫৫, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম গামী, সকালের মেট্রো ৬:৫৫ ।
এই লাইনে দিনের অন্তিম মেট্রো গুলির সময়সূচি হল : দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী রাতের মেট্রো পরিষেবা ৯:২৮, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর : ৯:৩২, শহীদ ক্ষুদিরাম থেকে দমদম : ৯:৪৪ । অপরদিকে গ্রীনলাইন অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গামী মেট্রো অন্যান্য দিন যেখানে ২২৬ টি পরিষেবা পাওয়া যায় সেখানে এদিন পাওয়া যাবে ১৪৮ টি পরিষেবা। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত সকালের প্রথম মেট্রো ৬:৩০, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী সকালের প্রথম মেট্রো ৬:৩২, দিনের অন্তিম মেট্রো গুলির সময়সূচী হল : হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ গামী রাত্রিকালীন মেট্রো পাওয়া যাবে ৯:৪৫, এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান গামি মেট্রো মিলবে ৯:৪৭ এ ।