যুগবীক্ষণ ডিজিটাল ডেস্ক (tistamondal4tista@gmail.com)
কলকাতা ১০ জানুয়ারী : পায়ে পায়ে পঁচিশ ।২০২১ এ কলেজে স্ট্রীট এর ঐতিহাসিক ও ঐতিহ্যমন্ডিত ইন্ডিয়ান কফি হাউস এ শুরু হওয়া রক্তদান উৎসব এবছর রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল। এই বিশাল মহতী রক্তদান শিবিরকে কেন্দ্র করে রয়েছে অংকের এক অপূর্ব সমাপতন–৯৯৯। প্রতিবছর ৯ জানুয়ারি সকল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলে এই রক্তদান উৎসব।
এই দিনটিকে কফি হাউস প্রেমী দিবস হিসেবে পালন করা হয়। কত উত্থানপতন,সুখদুঃখ, জানা অজানা ইতিহাসের নীরব সাক্ষী এই কফি হাউস। কফি হাউজ সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও পরিচালনায় এই স্বতস্ফূর্ত ও মহতী রক্তদান শিবিরে প্রতিবছরই সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এখানে তাদের মহামূল্যবান রক্ত দান করেন। এ বছরেও এর ব্যতিক্রম নয়।
রজত জয়ন্তী বর্ষে এই মহতী রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট লেখক এবং পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চ্যাটার্জী। এছাড়াও এ দিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার, পশ্চিমবঙ্গ সরকারের বিশিষ্ট মন্ত্রী অরূপ রায় সহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
কফি হাউজ মানেই তীব্র আবেগপ্রবণতা ,এক অদ্ভুত নস্টালজিয়া।সেই কারণেই এ বছরও কয়েকশো মানুষ এই ঐতিহাসিক স্থানে এসে তাদের মূল্যবান রক্ত দান করেন। মানুষ মানুষের জন্য ,জীবন জীবনের জন্য।এদিনের বিশাল জনসমাগমে মুখরিত আলো ঝলমলে সুসজ্জিত কফি হাউস সেই মানবিক বার্তাই ঘোষণা করে বৈকি।