যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো:
Report by : Tista Mondal ● Digital arrangement by : Laboni Dey

কলকাতা, ১০ নভেম্বর : খোদ রাজধানীর বুকেই ভয়ঙ্কর বিস্ফোরণ। সোমবার সন্ধ্যা প্রায় সাতটা। দিল্লির লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের কাছে একটি হুন্ডাই আই-২০ গাড়ি ধীর গতিতে এসে সুভাষ মার্গ ট্রাফিক সিগন্যালে দাঁড়াল।তার পরেই বিস্ফোরণ। সেই সময়ে গাড়িতেই ছিলেন আরোহীরা। তারপর সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়ি গুলিতেও ছড়িয়ে পড়ে আগুন, মেট্রো স্টেশনের সামনেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির। সেই সময় বহু মানুষ আসেন সেখানে, একইসঙ্গে ব্যস্ত সময়ে মেট্রো গেটের কাছেও ছিল বহু মানুষের জমায়েত। স্বাভাবিকভাবেই এই ভয়ানক বিস্ফোরণ এর পর গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্যতা।এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই ঘটনায় মৃতের সংখ্যা ১৩ এবং আহত হয়েছেন প্রায় ৩০ জন ।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, সোমবার হরিয়ানার ফরিদাবাদ থেকে প্রায় ৩ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এবং তারপরেই রাজধানীতে ঘটে যায় এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা। এই ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ , দমকল সহ একাধিক অ্যাম্বুলেন্স। বিস্ফোরণের কারণ কি তা এখনও স্পষ্ট নয়, চলছে তদন্ত। এক্ষেত্রে বিস্ফোরণের পেছনে নাশকতার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। আহতদের উদ্ধার করে লোকাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনার পরেই ঘটনাস্থলে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ঘটনাস্থলে পৌঁছে তদন্তকারীদের সঙ্গে কথা বলেন তিনি। ঘটনাস্থলে পৌঁছে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, “কোনও সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। এক্ষেত্রে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সংস্থাগুলি দ্রুত কাজ করছে সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে”। এরপর তিনি আহতদের দেখতে এবং পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছন হাসপাতালে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, “আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে”। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শোক প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “নয়া দিল্লিতে মর্মান্তিক বিস্ফোরণের খবরে গভীরভাবে মর্মাহত। প্রিয়জনদের হারানো পরিবার গুলির প্রতি আমার সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য এবং শান্তি কামনা করছি”।
ইতিমধ্যেই ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যে গাড়িটিতে বিস্ফোরণ হয় সেই গাড়িটির মালিককে ফরিদাবাদ থেকে আটক করা হয়েছে। রাজধানীতে বিস্ফোরণের পরেই বাড়তি সতর্কতা বাংলাতেও। রাজ্য পুলিশের তরফের সমস্ত জেলা পুলিশকে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে সমস্ত জেলার পুলিশ সুপার, কমিশনারেটকে সতর্ক ও নিরাপত্তার ক্ষেত্রে সজাগ থাকতে বলা হয়েছে। রেল পুলিশের তরফেও জারি হয়েছে সতর্কতা। শিয়ালদহ, কলকাতা স্টেশন, হাওড়া সহ সাঁতরাগাছি , খড়গপুর, আসানসোল , বর্ধমান, মালদহ, এনজেপি, আলিপুরদুয়ার স্টেশনে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশনে ঢোকার সময় যাত্রীদের চেকিং চলছে। অপরদিকে কলকাতা বিমানবন্দরেও হাই এলার্ট জারি করা হয়েছে। সোমবার রাত থেকেই শহরের বিভিন্ন রাস্তায় নাকা চেকিং শুরু করেছে পুলিশ।●