যুগবীক্ষণ ডিজিটাল নিউজ ব্যুরো:
উপস্থাপনা : তিস্তা মন্ডল ●এডিটিং ও গ্রাফিক্স: লাবনী দে
কোলকাতা, ৮ নভেম্বর : বাংলায় গত চৌঠা নভেম্বর শুরু হওয়া SIR ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক চাপান উতোর,BLO , BLA নিয়ে বিভিন্ন অভিযোগ ইত্যাদি নিয়ে বেশ জমে উঠেছে। চারিদিকে যেন একটা চাপা উত্তেজনা।কোথাও বা হয়তো আতঙ্কের পরিবেশও সৃষ্টি হয়েছে বা সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন ভাবে। রয়েছে এনুমারেশন ফর্ম দেওয়া নিয়েও বিস্তর অভিযোগ। কিন্তু এসবের মাঝে মূল বিষয়টি যেন ভুলবেন না। হ্যা, মূল বিষয় হলো এনুমারেশন ফরমটি সঠিক ভাবে নির্ভুল ভাবে পূরণ করা ,,,তা না হলে কিন্তু বিস্তর ভোগান্তিতে পড়বেন বৈকি।
কি ভাবে ফর্ম পূরণ করবেন? বিভিন্ন ইলেকট্রনিক মাধ্যমে ফর্ম পূরণ সম্পর্কে বলা হচ্ছে। আপনারা শুনে শুনে ফর্ম পূরণ করছেন। কিন্তু এই বলা শোনার মধ্যে ব্যবধান থেকে যাচ্ছে অনেক ক্ষেত্রেই,হয়ে যাচ্ছে ভুল।
একমাত্র আমরাই আপনাদের সকলের সুবিধার জন্য গোটা এনুমারেশন ফরমটি কোথায় কিভাবে ফিলাপ করবেন তা পরিষ্কার বাংলায় তুলে ধরেছি।একঝলক দেখে নিলেই একদম নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে পারবেন সকলেই।কানে শোনা নয় নিজের চোখে দেখে ফর্ম ফিলাপ করুন নির্ভয়ে নির্ভুলভাবে
আর হ্যা SIR নিয়ে আতঙ্কিত হবেন না ,,, আতঙ্ক সৃষ্টি করবেন না ,, এটি একটি সংশোধনমূলক স্বাভাবিক নির্বাচনি প্রক্রিয়া মাত্র।